জাহাজচলাচলমন্ত্রক
ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ তার হলদিয়ায় মাল্টি-মোডাল টার্মিনালটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালনার জন্য আইআরসি ন্যাচারাল রিসোর্সেসকে হস্তান্তিত করেছে
Posted On:
17 OCT 2025 12:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ অক্টোবর, ২০২৫
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (আইডাবলুএআই) বা ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ, সংস্থার হলদিয়ায় মাল্টি-মোডাল টার্মিনালটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালনার জন্য আইআরসি ন্যাচারাল রিসোর্সেসকে হস্তান্তিত করেছে। দেশে অভ্যন্তরীণ জলপথ সংক্রান্ত পরিকাঠামো মানোন্নয়নের জন্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে বহুপাক্ষিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার, সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনাগুলির পরিচালনা করতে উদ্যোগী হয়েছে।
আইডাবলুএআই, বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় হলদিয়ায় এই মাল্টি-মোডাল টার্মিনালটি গড়ে তুলেছে। এখানে প্রতি বছর ৩০ লক্ষ ৮০ হাজার মেট্রিকটন পণ্য ওঠানো-নামানো করা যেতে পারে। এই টার্মিনালটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের ১৩ জানুয়ারি উদ্বোধন করেছিলেন। ৪১ নম্বর জাতীয় সড়কের সঙ্গে এই টার্মিনাল যুক্ত। এখানে রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে।
আইডাবলুএআই সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই টার্মিনালটির দক্ষ পরিচালনার জন্য উদ্যোগী হয়। এর জন্য বাজারে দরপত্রের আহ্বান করা হয়। দেখা যায় আইআরসি ন্যাচারাল রিসোর্সেস সংস্থাটি সব থেকে বেশি দরপত্র জমা দিয়েছে। আগামী ১০ বছর এই সংস্থা হলদিয়া বন্দরের টার্মিনালের কাজ চালাবে। পরবর্তীতে আরও পাঁচ বছর অতিরিক্ত সময়কালে এই নিয়ম জারি থাকতে পারে। দরপত্র জমা দেওয়ার সময়ে আইআরসি প্রতি মেট্রিকটন পণ্য ওঠানো-নামানোর ক্ষেত্রে ১০৫ টাকা ৩ পয়সা রয়্যালটি বাবদ আইডাবলুএআই-কে প্রদান করবে।
এর ফলে, হলদিয়া টার্মিনালে পণ্য ওঠানো-নামানোর কাজে গতি আসবে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি-সহ বাংলাদেশে পণ্য পরিবহণের ক্ষেত্রে পরিবেশবান্ধব বিকল্প একটি রুট পাওয়া যাবে। জলমার্গ বিকাশ প্রজেক্টের আওতায় কেন্দ্রের অন্তর্দেশীয় জলপথ পরিবহণ ব্যবস্থাকে আরও দক্ষ এবং সুস্থায়ীভাবে পরিচালনা করতে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সাযুজ্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলস্বরূপ গঙ্গা-ভাগিরথী-হুগলী নদীকে ব্যবহার করে ১ নম্বর জাতীয় জলপথ দিয়ে পণ্য পরিবহণ যথেষ্ট বৃদ্ধি পাবে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য এর ফলে উপকৃত হবে। আইডাবলুএআই জলমার্গ বিকাশ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করেছে। এর মধ্যে রয়েছে, ৬০টি জেটির মানোন্নয়ন। নদীতীরে বসবাসরত নাগরিকরা এর মাধ্যমে উপকৃত হবেন।
******
SSS/CB/SKD
(Release ID: 2180391)
Visitor Counter : 14