রাষ্ট্রপতিরসচিবালয়
আর্মি চীফস্ কনক্লেভ-এ অংশগ্রহণকারী রাষ্ট্রসংঘের অধীনে বিভিন্ন দেশে নিযুক্ত সেনাপ্রধান/উপ-সেনাপ্রধানদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
प्रविष्टि तिथि:
16 OCT 2025 4:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ অক্টোবর, ২০২৫
আর্মি চীফস্ কনক্লেভ-এ অংশগ্রহণকারী রাষ্ট্রসংঘের অধীনে বিভিন্ন দেশে নিযুক্ত সেনাপ্রধান/উপ-সেনাপ্রধানরা আজ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি ভবনে তাঁদের উদ্দেশে শ্রীমতী মুর্মু বলেন, সংশ্লিষ্ট দেশগুলিতে তাঁরা মূল্যবোধকে তুলে ধরে দেশকে গর্বিত করছেন। শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে তাঁরা প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষী বাহিনীকে ৭১টি মিশনে নিযুক্ত করা হয়েছে। বিশ্বের প্রত্যন্ত এলাকাগুলিতে ছড়িয়ে থাকা এই শান্তি রক্ষী বাহিনী সাহস ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে ভারত বহুত্ববাদ ও রাষ্ট্রসংঘের সনদের প্রতি আস্থাশীল। শান্তি রক্ষী বাহিনীতে সেনাকর্মীদের বলিষ্ঠ অবদানের জন্য ভারত গর্বিত। শান্তি রক্ষায় নিযুক্ত মহিলা সেনাকর্মীদেরও ভূমিকার প্রশংসা করেন শ্রীমতী মুর্মু। আমাদের সেনাকর্মীরা বিশ্বের নানা প্রান্তে অত্যন্ত দুরূহ অপারেশন চালিয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। এই কনক্লেভের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, এর মাধ্যমে নতুন নতুন ভাবনাচিন্তা, ঘনিষ্ঠ সহযোগিতা এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে উঠবে।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc20251016668801.pdf
SC/MP/SB…
(रिलीज़ आईडी: 2180036)
आगंतुक पटल : 24