প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১৭-১৮ ডিসেম্বর সুরাট ও বারাণসী সফর করবেন

Posted On: 16 DEC 2023 10:39AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭-১৮ ডিসেম্বর গুজরাটের সুরাট এবং উত্তরপ্রদেশের বারাণসী সফর করবেন। ১৭ ডিসেম্বর সুরাট বিমানবন্দরে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সুরাট ডায়মন্ড ব্যুওর্স-এর উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী যাবেন বারাণসীতে। বিকশিত সংকল্প যাত্রায় যোগ দেওয়ার পর সেখানে নমো ঘাটে কাশী তামিল সঙ্গমম ২০২৩-এর উদ্বোধন করবেন তিনি।

১৮ ডিসেম্বর বেলা ১০-টার কিছু পর প্রধানমন্ত্রী স্বরবেদ মহামন্দিরে যাবেন। এরপর দুপুরে যোগ দেবেন বিকশিত সংকল্প যাত্রায়। এরপর, একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৯,১৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

সুরাট বিমানবন্দরে প্রধানমন্ত্রী যে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং -এর উদ্বোধন করবেন, সেটি ব্যস্ত সময়ে অভ্যন্তরীণ পরিষেবা ক্ষেত্রের ১,২০০ এবং আন্তর্জাতিক পরিষেবা ক্ষেত্রে ৬০০ যাত্রীর যাতায়াতের উপযোগী। পরে, এই টার্মিনাল ব্যস্ত সময়ে ৩,০০০ যাত্রী সামলানোর এবং বছরে ৫৫ লক্ষ যাত্রী সামলানোর উপযোগী হয়ে উঠবে। এই টার্মিনাল ভবনের নকশায় রয়েছে আঞ্চলিক সংস্কৃতির ছাপ। জিআরআইএইচএ – চার বিধি মেনে পরিবেশ-বান্ধব পন্থায় এটিকে গড়ে তোলা হয়েছে। রয়েছে, বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা, সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা এবং উপযুক্ত নিকাশী প্রণালী।

প্রধানমন্ত্রী যে সুরাট ডায়মন্ড ব্যুওর্স- এর উদ্বোধন করবেন, সেটি হয়ে উঠবে হীরে ও অলঙ্কার বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম স্টক মার্কেট। সেখানে আমদানি – রপ্তানির অত্যাধুনিক ক্লিয়ারিং হাউস থাকছে। এর পাশাপাশি, রয়েছে আন্তর্জাতিক ব্যাঙ্কিং পরিষেবা এবং নিরাপদে মূল্যবান সামগ্রী রাখার সুবন্দোবস্ত।  

বারাণসীতে ১৭ ডিসেম্বর বিকশিত সংকল্প যাত্রা সমারোহে প্রধানমন্ত্রী পিএম আবাস, উজ্জ্বলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের গ্রাহকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন।

এক ভারত, শ্রেষ্ঠ ভারত – দৃষ্টিভঙ্গীর সার্থক প্রতিফলন হিসেবে আয়োজিত কাশী-তামিল সঙ্গমম সমারোহের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কন্যাকুমারী – বারাণসী তামিল সঙ্গমম ট্রেনের যাত্রায় সূচনা করবেন।

১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী বারাণসীর উমারাহাতে নবনির্মিত স্বরবেদ মন্দিরের উদ্বোধন করবেন। সেখানে ভাষণও দেবেন তিনি।

এরপরে প্রধানমন্ত্রী বারাণসীর গ্রামীণ অঞ্চল সেবাপুরীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় যোগ দেবেন। কাশী সংসদ খেল প্রতিযোগিতা ২০২৩-এ ক্রীড়াবিদদের নৈপুণ্য প্রত্যক্ষ করবেন তিনি। বিজয়ীদের সঙ্গে কথাও বলবেন।

বিগত ৯ বছরে বারাণসীর উন্নয়ন প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার হয়ে থেকেছে। এদিন সেখানে ১৯,১৫০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর- ভাওপুর ডেডিকেটেড ফ্রেট করিডরের- যেটি গড়ে উঠেছে ১০,৯০০ কোটি টাকায়। এছাড়াও, আরও কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বারাণসী – নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রায় সূচনা করবেন তিনি।

কয়েকটি সড়ক প্রকল্পের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে। পুলিশ কর্মীদের থাকার জন্য দুটি ব্যারাকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ বিভিন্নভাবে ৬,৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। 

*********

SSS/ AC/SG


(Release ID: 2178811) Visitor Counter : 5