প্রধানমন্ত্রীরদপ্তর
সুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ
Posted On:
26 NOV 2024 8:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না, বিচারপতি শ্রী বি আর গাভাই, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল সহ বিশিষ্টজনেরা।
তাঁর ভাষণে শ্রী মোদী বলেন, ভারতের সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি এক গৌরবের বিষয়। বাবা সাহেব আম্বেদকরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, এটি হল একটি চেতনা।
শ্রী মোদী বলেন, আমাদের সংবিধানে বর্তমান ও ভবিষ্যতের দিশা রয়েছে এবং দেশের বিভিন্ন সমস্যার সমাধানে সংবিধান সঠিক পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে ভারত এক গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখনকার ভারত বড় বড় স্বপ্ন দেখে এবং প্রতিটি নাগরিকের লক্ষ্য হল বিকশিত ভারত গড়ে তোলা।
তাঁর ভাষণে শ্রী মোদী ৫৩ কোটি জন ধন অ্যাকাউন্ট, দরিদ্রদের জন্য ৪ কোটি পাকা বাড়ি নির্মাণ, ১০ কোটি মহিলাকে গ্যাস সংযোগ প্রভৃতির কথা উল্লেখ করেন। সেইসঙ্গে বলেন, ১২ কোটির বেশি পরিবারে এখন নলবাহিত জল সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি গরিব মানুষ এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসা পাচ্ছেন এবং ৭০ বছরের বেশি প্রবীণ নাগরিকদেরও এই সুবিধা প্রদান করা হচ্ছে। শ্রী মোদী বলেন, দেশের উন্নয়নে দ্রুত আধুনিক পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি, সময়সীমা মেনে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের কাজ শেষ করার ওপর জোর দেন তিনি। এক্ষেত্রে ‘প্রগতি’ প্ল্যাটফর্মের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ১৮ লক্ষ কোটি টাকার বেশি প্রকল্প পর্যালোচনা করে সমস্ত বাধা দূর করা হয়েছে।
SSS/MP/DM
(Release ID: 2177461)
Visitor Counter : 7
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam