প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী রামকে নিবেদিত একটি ভজন সমাজমাধ্যমে তুলে ধরেছেন

Posted On: 05 JAN 2024 1:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ জানুয়ারী, ২০২৪

 

 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রামকে নিবেদিত জুবিন নৌটিয়ালের গাওয়া, পায়েল দেবের সুর করা এবং মনোজ মুনতাশিরের লেখা একটি ভজন সমাজমাধ্যমে তুলে ধরেছেন।
এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী পোস্ট করে বলেছেন:

“ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পুণ্য লগ্নে অযোধ্যা-সহ সমগ্র দেশ ভক্তিরসে প্লাবিত হয়ছে। রামলালার ভক্তিতে ভরা জুবিন নৌতিয়াল, পায়েল দেব এবং মনোজ মুনতাশিরের এই ভজন হৃদয় স্পর্শ করে যায়…"
#ShriRamBhajan”

https://x.com/narendramodi/status/1743110738150072405?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1743110738150072405%7Ctwgr%5Ea3ba7ea1edadc645cf0cf1185e361f4b94c23f69%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D1993358
 


SSS/RS


(Release ID: 2177118) Visitor Counter : 4