প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

রণক্ষেত্র বদলে গিয়েছে, আগামীদিনের যুদ্ধে হাতিয়ার হবে স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা : প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 07 OCT 2025 2:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৫

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, “রণক্ষেত্র বদলে গিয়েছে। আগামীদিনে যুদ্ধে নির্ণায়ক ভূমিকা নেবে স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। ড্রোন, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, কোয়ান্টাম কম্পিউটিং যুদ্ধের ভাগ্য গড়ে দেবে। অপারেশন সিঁদুরে আমরা এই ধরনের যুদ্ধ প্রত্যক্ষ করেছি।” আজ বিজ্ঞান ভবনে জাতীয় সম্মেলনের উদ্বোধনের আগে iDEX স্টার্ট-আপগুলির সঙ্গে আলাপচারিতার সময় এই অভিমত ব্যক্ত করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "আমরা অবশ্যই প্রযুক্তিকে নকল বা অনুসরণ করব না, আমরা নিজেরাই সৃষ্টি করব এবং বিশ্বের সামনে মান নির্ধারণ করে দেব।"

উদ্ভাবক এবং স্টার্ট-আপগুলির পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারের ভাবনার কথা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী। ১.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড প্রতিরক্ষা উৎপাদনের কথা জানিয়ে তিনি বলেন, গত অর্থবর্ষে প্রতিরক্ষা রপ্তানি ২৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

তথ্যপ্রযুক্তি, টেলি-যোগাযোগ এবং মহাকাশ ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ভারতের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন তিনি। শ্রী রাজনাথ সিং জানান, প্রতিরক্ষা সংগ্রহের ক্ষেত্রে স্টার্ট-আপ ও এমএসএমই-গুলিকে সহায়তার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা উদ্ভাবন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করে তোলার ওপর জোর দেন তিনি। শ্রী সিং বলেন, শুধুমাত্র প্রতিরক্ষা উৎপাদনকারী নয়, আমাদের লক্ষ্য হল বিশ্বে প্রতিরক্ষা উদ্ভাবক হিসেবে ভারতকে তুলে ধরা।

অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত, সচিব (প্রতিরক্ষা উৎপাদন) শ্রী সঞ্জীব কুমার-সহ মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন।


******

 

SSS/MP/DM.


(Release ID: 2175911) Visitor Counter : 6