স্বরাষ্ট্র মন্ত্রক
অসম ও গুজরাটে গত বছরের বন্যায় ক্ষয়ক্ষতি, অতিরিক্ত ৭০৭.৯৭ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বাধীন উচ্চস্তরীয় কমিটির
Posted On:
07 OCT 2025 2:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৫
অসম ও গুজরাটে গত বছরের বন্যা ও ধসে ক্ষয়ক্ষতির মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বাধীন উচ্চস্তরীয় কমিটি অতিরিক্ত ৭০৭.৯৭ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে। জাতীয় বিপর্যয় তহবিল (এনডিআরএফ) থেকে এই অর্থ প্রদান করা হবে। এর মধ্যে ৩১৩.৬৯ কোটি টাকা অসমের জন্য এবং ৩৯৪.২৮ কোটি টাকা গুজরাটের জন্য অনুমোদন করা হয়েছে।
এছাড়া, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে দমকল পরিষেবার আধুনিকীকরণে ৯০৩.৬৭ কোটি টাকা অনুমোদন করেছে উচ্চস্তরীয় কমিটি।
প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজ্য সরকারগুলির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করে চলেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্য বিপর্যয় তহবিলের আওতায় ২৭টি রাজ্যকে ১৩,৬০৩.২০ কোটি টাকা দিয়েছে। অন্যদিকে, এনডিআরএফ-এর আওতায় ১২টি রাজ্যকে দেওয়া হয়েছে ২,০২৪.০৪ কোটি টাকা।
*******
SSS/MP/DM.
(Release ID: 2175899)
Visitor Counter : 5