যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
‘এমপ্যানেলমেন্ট অফ অডিটর্স টু ক্যারি আউট অডিট অফ ডিজিটাল অ্যাড্রেসেবল সিস্টেমস’-এর জন্য ২৬ আগস্ট, ২০২৫ তারিখে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই)-এ সম্বলিত শর্ত এবং নিয়মাবলী মেনে নেওয়ার ইচ্ছা এবং আগ্রহ প্রকাশের শেষ তারিখে মেয়াদ বৃদ্ধি
Posted On:
06 OCT 2025 2:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ অক্টোবর, ২০২৫
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টিআরএ ২৬ অগাস্ট ২০২৫-এ ‘এমপ্যানেলমেন্ট অফ অডিটর্স টু ক্যারি আউট অডিট অফ ডিজিটাল অ্যাড্রেসেবল সিস্টেমস’-এর জন্য এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট ইওআই জারি করেছে। নথিভুক্ত অডিটরদের মেয়াদ বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর, ২০২৫।
কতিপয় নথিভুক্ত অডিটরদের ২৬ অগাস্ট, ২০২৫ তারিখের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই)-এ সম্বলিত শর্তগুলি মেনে নেওয়ার ইচ্ছা এবং আগ্রহ প্রকাশের আবেদনের মেয়াদ বাড়ানোর অনুরোধের বিষয়টি বিবেচনা করে সময়সীমা ১০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
***
SSS/AP/SKD
(Release ID: 2175481)
Visitor Counter : 4