প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী তিরুপ্পুর কুমারন ও সুব্রমনিয়া শিবাকে স্মরণে শ্রদ্ধা নিবেদন করলেন

Posted On: 04 OCT 2025 4:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ অক্টোবর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই মহান যোদ্ধা, তিরুপ্পুর কুমারন ও সুব্রমনিয়া শিবার প্রতি তাঁদের স্মরণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক্স হ্যান্ডলে দুটি আলাদা আলাদা পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

“আজ আমরা ভারতের দুই মহান সন্তান তিরুপ্পুর কুমারন ও সুব্রমনিয়া শিবাকে স্মরণ করছি এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুজনেই তামিলনাড়ুর সন্তান এবং ভারতের স্বাধীনতা এবং জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তোলার সংগ্রামে তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ।

তিরুপ্পুর কুমারন শহীদ হন জাতীয় পতাকা হাতে নিয়ে। তিনি নির্ভীক সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগের এক প্রকৃত উদাহরণ। সুব্রমনিয়া শিবা তাঁর নির্ভীক লেখনী ও বক্তৃতার মাধ্যমে অসংখ্য যুবকের মধ্যে সাংস্কৃতিক গর্ব ও দেশপ্রেম জাগিয়েছিলেন।

এই দুই মহান ব্যক্তিত্বের প্রচেষ্টা আমাদের সমষ্টিগত স্মৃতিতে অম্লান হয়ে আছে। তাঁরা আমাদের সেই সব অসংখ্য মানুষের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন যাঁদের জন্য আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছি। তাঁদের অবদান আমাদের জাতীয় ঐক্য ও উন্নতির পথে চিরদিন অনুপ্রেরণা প্রদান করুক।”

https://x.com/narendramodi/status/1974429905757651346

https://x.com/narendramodi/status/1974430361267441798

 

**
SSS/RS


(Release ID: 2174920) Visitor Counter : 2