স্বরাষ্ট্র মন্ত্রক
হরিয়ানার রোহতকে খাদি কারিগর মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
03 OCT 2025 6:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ আজ হরিয়ানার রোহতকে খাদি কারিগর মহোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী নওয়াব সিং সাইনি, কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী শ্রী কৃষ্ণ পাল গুর্জর এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাও ইন্দ্রজিৎ সিং-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী বলেন যে, স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী দারিদ্র্য দূরীকরণ, দেশকে স্বনির্ভর করে তোলা, স্বদেশী ধারণা প্রচার এবং স্বাধীনতা অর্জনের জন্য খাদি ব্যবহার শুরু করেছিলেন। মহাত্মা গান্ধী খাদির সূচনা করেছিলেন, যা সারা দেশের লক্ষ লক্ষ তাঁতীদের জীবনে এক বিপ্লবী পরিবর্তন এনেছিল। তিনি আরও বলেন যে খাদির মন্ত্র আমাদের দেশের মানুষের এবং স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে শিলান্যাসসম হয়ে ওঠে।
শ্রী অমিত শাহ বলেন যে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা বিরোধীপক্ষে রয়েছে, তাঁদের নেতৃত্বাধীন সরকার খাদির উন্নয়নের জন্য কিছুই করেনি। শ্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি খাদি পুনরুজ্জীবিত করার সংকল্প নিয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর, মোদীজি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণকে খাদি ব্যবহারে উৎসাহিত করেছিলেন। তিনি মন্তব্য করেন যে, ২০১৪-১৫ সালে খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন ছিল ৩৩,০০০ কোটি টাকা, যা এখন বেড়ে ১.৭০ লক্ষ কোটি টাকা হয়েছে। খাদির মোট উৎপাদন দেশের তাঁতী ও মহিলাদের কর্মসংস্থানের জন্য ব্যবহৃত হয়। শ্রী শাহ বলেন যে, আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে খাদিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং চমৎকার প্যাকেজিং ও বিপণন ব্যবস্থার মাধ্যমে মানুষ এর ব্যবহারে উৎসাহিত হয়েছে। তিনি আরও বলেন যে, স্বাধীনতার পর থেকে যদি বিগত ১১ বছরে খাদির উন্নয়নের জন্য করা কাজ ধারাবাহিকভাবে পরিচালিত হত, তাহলে আমাদের দেশে বেকারত্বের সমস্যা কখনও দেখা দিত না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ কারিগরদের মধ্যে বিদ্যুৎচালিত চরকা, ঐতিহ্যবাহী চরকা, সেলাই মেশিন এবং চামড়া সেলাইয়ের সরঞ্জামের মতো ১২ রকমের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আজ ৩০১ কোটি টাকার ‘মার্জিন মানি’ও বিতরণ করা হয়েছে। এছাড়াও, আজ ওয়ার্ধার ‘অরগ্যানিক কটন সেন্ট্রাল উল প্ল্যান্ট’ বা জৈব তুলা কেন্দ্রীয় উল কারখানা উদ্বোধন করা হয়েছে। এছাড়াও, দেশজুড়ে ৮,০০০ নতুন প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি(পিএমইজিপি) ইউনিট উদ্বোধনের সঙ্গে ৪০টি আধুনিকীকরণকৃত আউটলেট চালু করা হয়েছে।
শ্রী অমিত শাহ বলেন, স্বাধীনতার সময় স্বদেশী এবং মাতৃভাষা ছাড়া স্বরাজের ধারণা অসম্পূর্ণ ছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি দেশের জনগণকে কেবল দেশীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন। শ্রী শাহ উল্লেখ করেন যে, সারা দেশের অনেক ব্যবসায়ী এখন তাঁদের দোকানে বিদেশী পণ্য না রাখার সংকল্প নিয়েছেন। আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির জন্য স্বদেশীর এই স্লোগান ভারতের গ্রামাঞ্চলে বসবাসকারী সকল নাগরিকের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে চলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীজি ২০৪৭ সালের মধ্যে একটি সম্পূর্ণ উন্নত ভারতের আকাঙখা করেছেন, যা স্বাধীনতার শতবর্ষে বিশ্বব্যাপী প্রতিটি ক্ষেত্রে শীর্ষস্থান দখল করবে। তিনি বলেন, স্বদেশী ও খাদি অভিযান এই দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রী শাহ আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মোদীজি দেশের জনগণের সুবিধার্থে ৩৯৫টিরও বেশি অত্যাবশ্যকীয় পণ্যের উপর জিএসটি শূন্য বা ৫ শতাংশে নামিয়ে এনেছেন, এতে সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের মা ও বোনেদের।
শ্রী শাহ বলেন, স্বাধীনতার সময়, খাদি দেশকে স্ব-রোজগার, গ্রামীণ শিল্পোদ্যোগ, আত্মনির্ভরতা, সামাজিক সমতা এবং স্ব-প্রাচুর্যের লক্ষ্য অর্জনের সুযোগ করে দিয়েছিল, একই সঙ্গে একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা আন্দোলনকে গতি এনে দিয়েছিল। তিনি বলেন, মহাত্মা গান্ধী ভারতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আর আজ প্রধানমন্ত্রী মোদীজির খাদি ও স্বদেশী গ্রহণের স্বার্থে ব্যাপক অভিযানের মাধ্যমে দেশ আবারও স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সকল নাগরিককে প্রতি বছর ৫,০০০ টাকার খাদি কেনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ দেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাবে। শ্রী শাহ বলেন, খাদিবস্ত্র পরিধান দেহের পক্ষে ভালো। খাদি দরিদ্রদের জন্য গৃহনির্মাণকে ত্বরান্বিত করবে আর দেশের অর্থনীতিকেও চাঙ্গা করবে। খাদি ও গ্রামোদ্যোগ কমিশন "জাতির জন্য খাদি" উদ্যোগকে এগিয়ে নিয়েছে এবং প্রধানমন্ত্রী মোদীজির "ফ্যাশনের জন্য খাদি" স্লোগানকে গ্রহণ করেছে। শ্রী শাহ-র অভিমত যে, প্রধানমন্ত্রী মোদীজি খাদিকে মৌমাছি পালন, চামড়ার কাজ এবং বিশুদ্ধ গৃহস্থালী পণ্য ব্যবহারের সঙ্গে যুক্ত করেছেন। তিনি উল্লেখ করেন যে, সারা দেশে পাঁচটি কেন্দ্রীয় উলের কারখানা রয়েছে, যার মধ্যে তিনটি সংস্কার করা হয়েছে এবং বাকি দুটির সংস্কার চলছে। এই দুটি কারখানা সংস্কার করা হলে, উলের কারখানাগুলি নতুন জীবন পাবে এবং দেশজুড়ে লক্ষ লক্ষ খাদি তাঁতী আশার আলো দেখতে পাবেন।
SSS/SB/DM
(Release ID: 2174798)
Visitor Counter : 2