যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
বেসরকারি রেডিও সম্প্রচারকদের জন্য একটি ডিজিটাল রেডিও সম্প্রচার নীতি প্রণয়নের সুপারিশ ট্রাই – এর
प्रविष्टि तिथि:
03 OCT 2025 12:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২৫
ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই আজ বেসরকারি রেডিও সম্প্রচারকদের জন্য একটি ডিজিটাল রেডিও সম্প্রচার নীতি প্রণয়নের সুপারিশ করেছে। এতে শর্তাবলীর পাশাপাশি দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ের মতো ৪টি ‘এ+’ বিভাগের শহর এবং হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, সুরাট, পুণে, জয়পুর, লক্ষ্ণৌ, কানপুর এবং নাগপুরের মতো ৯টি ‘এ’ বিভাগের শহরে ডিজিটাল রেডিও সম্প্রচার শুরু করার জন্য সংরক্ষিত মূল্যের কথা উল্লেখ রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত বছর ২৩ এপ্রিল বেসরকারি রেডিও সম্প্রচারকদের জন্য একটি ডিজিটাল রেডিও সম্প্রচার নীতি প্রণয়নে ট্রাই – এর সুপারিশ চেয়েছিল।
গত বছরের ৩০ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি আলোচনাপত্র প্রকাশ করা হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি ওপেন হাউস আলোচনার আয়োজন করা হয়।
যাবতীয় মতামত পর্যালোচনা ও বিশ্লেষণের পর, ট্রাই তার চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হ’ল –
নতুন সম্প্রচারকদের সাইমালকাস্ট মোডে ডিজিটাল রেডিও পরিষেবা শুরু করতে হবে। বর্তমান অ্যানালগ এফএম রেডিও সম্প্রচারকরাও এই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন।
প্রস্তাবিত সাইমালকাস্ট মোডে নির্ধারিত স্পট ফ্রিকোয়েন্সি’তে এদের একটি অ্যানালগ, তিনটি ডিজিটাল এবং একটি ডেটা চ্যানেল সম্প্রচারের অনুমোদন দেওয়া হবে।
সরকার একটি যথাযথ ডিজিটাল রেডিও প্রযুক্তি নির্বাচন করবে। এক্ষেত্রে রেডিও সম্প্রচারক এবং রেডিও রিসিভার উৎপাদকদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, অথবা স্পেকট্রাম নিলাম পদ্ধতিতে প্রযুক্তি নির্বাচন করা যেতে পারে, অথবা সরকার অন্য কোনও নির্দিষ্ট পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
‘এ+’ বিভাগের ৪টি শহর এবং ‘এ’ বিভাগে ৯টি শহরে সরকার একই প্রযুক্তিতে ফ্রিকোয়েন্সি পরিকল্পনা প্রস্তুত করবে এবং সেটি প্রকাশ্যে আনতে হবে।
টেলিযোগাযোগ আইন, ২০২৩ – এর ৪ (৪) ধারানুযায়ী, নতুন চ্যানেলগুলির ফ্রিকোয়েন্সি নিলামের মাধ্যমে স্থির করা হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বর্তমান এফএম রেডিও সম্প্রচারকদের সাইমালকাস্ট মোডে সম্প্রচারের প্রস্তাব দেওয়া হবে। তাঁরা চাইলে এই প্রস্তাব গ্রহণ করতে পারেন।
নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ছ’মাসের মধ্যে বর্তমান সম্প্রচারকদের তাঁদের সিদ্ধান্ত জানাতে হবে।
সাইমালকাস্ট মোডে যেতে হলে বর্তমান এফএম রেডিও সম্প্রচারকদের ডিজিটাল রেডিও সম্প্রচারের জন্য নির্ধারিত নিলামের মূল্য এবং বর্তমান অনুমোদনের জন্য এককালীন প্রদান করা অর্থের মধ্যে যে ফারাক রয়েছে, সেই টাকা দিতে হবে।
নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়া বা সম্মতি জানানোর দু’বছরের মধ্যে রেডিও সম্প্রচারকদের সাইমালকাস্ট পরিষেবা শুরু করতে হবে।
ডিজিটাল রেডিও সম্প্রচারের অগ্রগতি খতিয়ে দেখে অ্যানালগ সম্প্রচারের শেষ দিন নির্দিষ্ট করা হবে।
সরকার ‘রেডিও সম্প্রচার পরিকাঠামো প্রদানকারী’ হিসেবে নতুন অনুমোদন দেবে। এটি রেডিও সম্প্রচারকদের লিজ দেওয়া যেতে পারে। তবে, এটি ডিজিটাল রেডিও পরিষেবা শুরুর আবশ্যিক শর্ত হিসেবে গণ্য হবে না।
মোবাইল ফোনে এফএম রেডিও-র জন্য বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক যেরকম নির্দেশিকা জারি করে, সেই ধাঁচে সরকার মোবাইল রেডিও এবং কার ইনফোটেনমেন্ট সিস্টেমে ডিজিটাল রেডিও-র জন্য নির্দেশিকা জারি করবে।
বেসরকারি টেরেস্ট্রিয়াল রেডিও সম্প্রচারকরা একইসঙ্গে তাঁদের লাইভ টেরেস্ট্রিয়াল চ্যানেল সম্প্রচার করতে পারবেন।
ডিজিটাল রেডিও রিসিভার এবং বাজারের গতিশীলতা পর্যবেক্ষণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, রেডিও সম্প্রচারক, রেডিও প্রস্তুতকারক এবং প্রযুক্তি পরিবেশকদের প্রতিনিধিরা থাকবেন।
ডিজিটাল রেডিও সম্প্রচার পরিষেবার জন্য যোগ্যতার মাপকাঠি টেলিযোগাযোগ আইন, ২০২৩ অনুযায়ী সম্প্রচার পরিষেবার জন্য ট্রাই – এর যে সুপারিশ ছিল, তার সমমানের হবে।
১৫ বছরের জন্য ডিজিটাল রেডিও সম্প্রচারের অনুমোদন দেওয়া হবে।
বেসরকারি এফএম রেডিও-র তৃতীয় পর্যায়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২০১১ সালের ২৫ জুলাই যে নীতিগত নির্দেশিকা জারি করেছিল, সেই অনুযায়ী মোট আয় নির্ধারিত হবে।
রেডিও চ্যানেল স্ট্রিমিং – এর থেকে উপার্জিত আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে।
অনুমোদনের জন্য প্রদেয় ফী, সংশোধিত মোট আয়ের উপর ধার্য হবে।
টেরেস্ট্রিয়াল রেডিও পরিষেবার জন্য কেন্দ্রীয় সরকার পৃথক প্রোগ্রাম কোড ও অ্যাডভার্টাইসমেন্ট কোড নির্ধারণ করবে।
অনুমোদনের ২৪ মাসের মধ্যে পরিষেবা শুরু না করলে যে ফ্রিকোয়েন্সি ধার্য করা হয়েছিল, তা ফিরিয়ে নেওয়া হবে।
প্রসার ভারতী তাদের ভূমি ও টাওয়ারের পরিকাঠামো এবং অভিন্ন সম্প্রচার পরিকাঠামো ভর্তুকি-যুক্ত ভাড়ায় বেসরকারি সম্প্রচারকদের ব্যবহার করতে দেবে, তবে পরিষেবা চালানোর খরচ সম্পূর্ণ নেওয়া হবে।
নতুন রেডিও সম্প্রচারকদের সাইমালকাস্ট – এর জন্য স্পেকট্রাম নিলামের সংরক্ষিত মূল্য কলকাতার ক্ষেত্রে ৭৯.৯৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ সুপারিশ জানার জন্য ট্রাই – এর ওয়েবসাইট www.trai.gov.in দেখুন। এই সংক্রান্ত কোনও ব্যাখ্যা/তথ্যের জন্য ডঃ দীপালি শর্মা, উপদেষ্টা (সম্প্রচার ও কেবল পরিষেবা), ট্রাই – এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। টেলিফোন নম্বর - +91-11- 20907774.
SC/SD/SB…
(रिलीज़ आईडी: 2174530)
आगंतुक पटल : 19