প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আরএসএস-এর ১০০ বছর উপলক্ষে নিজের চিন্তাভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Posted On: 02 OCT 2025 8:57AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে একটি নিবন্ধে নিজের চিন্তাভাবনা তুলে ধরেছেন। ১৯২৫-এর বিজয়া দশমীর দিন এই সঙ্ঘের প্রতিষ্ঠা হয়েছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ১০০ বছর ধরে স্বয়ংসেবকরা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে চলেছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী দুটি লিঙ্ক শেয়ার করেছেন – যেখানে নিবন্ধটি পাওয়া যাবে। লিঙ্ক দুটি হল - https://www.narendramodi.in/100-years-of-service-to-the-nation ;

https://nm-4.com/ZRtXAu

 

SC/AC/DM


(Release ID: 2174103) Visitor Counter : 2