প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সশস্ত্র বাহিনীর জন্য অপারেশন সিঁদুর ছিল এক নির্ণায়ক বিজয়ের প্রতীক; ডিএডি প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক স্বচ্ছলতা এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও সুস্থায়ী পদ্ধতিতে পরিচালন নিশ্চিত করে: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Posted On: 01 OCT 2025 2:02PM by PIB Kolkata

 

নতুন দিল্লি, ১ অক্টোবর ২০২৫

 

 

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট (ডিএডি) ২৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, “সারা বিশ্ব অপারেশন সিঁদুরের সময় সশস্ত্র বাহিনীর সাহস ও শৌর্য প্রত্যক্ষ করেছে। এর মধ্য দিয়ে এক ইতিহাস রচিত হয়েছে। এই অভিযানে প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাকাউন্টস দপ্তর নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দপ্তর একদিকে যেমন প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করেছে, আবার যুদ্ধের সময় আর্থিক ব্যবস্থাপনার যাতে কোন সমস্যা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করেছে।” তিনি প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাকাউন্ট বিভাগের প্রশংসা করে বলেন, ভারতীয় সশস্ত্রবাহিনীর আর্থিক ব্যবস্থাপনাকে যথাযথ ভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই দপ্তরের ঐতিহাসিক এক ভূমিকা রয়েছে। এটি এমন এক প্রতিষ্ঠান যা আর্থিক ক্ষেত্রের স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে, পাশাপাশি বাহিনীগুলির সম্পদের চাহিদা পূরণে সময়োচিত ভূমিকা পালন করে। 

 

মন্ত্রী বলেন, আর্থিক ব্যবস্থাপনা যে কোন প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় স্তরে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা মন্ত্রকের যথাযথ পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএডি ডিজিটাল ইন্ডিয়া ইনিসিয়েটিভের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। ই-রক্ষা আবাস যোজনার সাফল্য, নিধি ১.০ থেকে ১.২-এ উত্তরণের ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান যুগে যে কোন যুদ্ধের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার প্রয়োজন। একাজে প্রতিরক্ষা ও উন্নয়ন দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রযুক্তি উন্নয়নের জন্য বিশেষ তহবিল এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিভিন্ন প্রকল্পের জন্য ডিএডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিন বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা মন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরেন। 

 

সিজিডিএ বাজারের চাহিদা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। এই প্রতিবেদনের কথা উল্লেখ করে শ্রী সিং বলেন, বর্তমানে জেম-এর মাধ্যমে মন্ত্রকের বিভিন্ন সামগ্রী ক্রয় করা হচ্ছে। শ্রী সিং আরও বলেন, “একদিকে যেমন আপনারা আর্থিক বিভিন্ন নীতি কঠোর ভাবে অনুসরণ করেন, কারণ দেশের প্রত্যেকটি পয়সা আসলে সাধারণ নাগরিকের। অন্যদিকে, আপনারা আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালনগত প্রস্তুতি যাতে চূড়ান্ত পর্যায়ে থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।”

 

প্রতিরক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে দপ্তরের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেন। এর মধ্যে ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে ব্যবহৃত ব্যয়ের বিষয়ে একটি পরিসংখ্যানমূলক হ্যান্ডবুক রয়েছে। 

 

ডিএডি-র ২৭৮ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭৪৭ সালে মিলিটারি পে মাস্টার গঠন করা হয়। সেই সময় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ শাখা সংগঠনগুলির জন্য আর্থিক বিষয়গুলি এই দপ্তর পরিচালনা করতো। আজ ডিএডি অভ্যন্তরীণ হিসাব রক্ষা, বিভিন্ন আর্থিক লেনদেনের হিসাব পরীক্ষা করা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে যুক্ত রয়েছে। এই অনুষ্ঠানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

 

 

SC/CB/AS


(Release ID: 2173722) Visitor Counter : 6