রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস এবং সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস – এর শিক্ষানবিশ আধিকারিকরা রাষ্টপতির সঙ্গে দেখা করলেন

Posted On: 29 SEP 2025 2:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 

 

রাষ্ট্রপতি ভবনে আজ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস এবং সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস – এর শিক্ষানবিশ আধিকারিকরা। 
স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস – এর আধিকারিকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, উপযুক্ত নীতি প্রণয়ন ও রূপায়ণে তথ্য ও রাশি বিজ্ঞান সংক্রান্ত বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে তথ্য বিপ্লবের যুগে এর প্রাসঙ্গিকতা আরও বেশি।
স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস – এর আধিকারিকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দক্ষতা ও জ্ঞান সামাজিক বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। প্রযুক্তি-নির্ভর যুগে অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশের উন্নয়নে এই আধিকারিকদের দায়িত্ব অনেকটাই। 
অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিকাশে সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস – এর আধিকারিকদের ভূমিকা সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, পরিকাঠামোগত উন্নয়নে সরকার যেভাবে কাজ করে চলেছে, তাতে এই আধিকারিকদের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। সিপিডব্লিউডি-র মতো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান পরিকাঠামোর প্রসারে গুরুত্বপূর্ণ অনুঘটক। 
শুধুমাত্র নীতির রূপায়ণ নয়, নীতি প্রণয়নেও আধিকারিকদের বড় ভূমিকা রয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে দেশের উন্নয়নে, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ব্রতী হওয়ার জন্য রাষ্ট্রপতি নতুন আধিকারিকদের প্রতি আবেদন জানিয়েছেন। 
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি দেখতে এই লিঙ্কটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025929651701.pdf.

 

SC/AC/SB


(Release ID: 2172756) Visitor Counter : 7