স্বরাষ্ট্র মন্ত্রক
কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন অমিত শাহ
प्रविष्टि तिथि:
26 SEP 2025 5:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ কলকাতায় আজ সন্তোষ মিত্র স্কোয়ার এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন। তিনি কালীঘাট মন্দিরে গিয়েও পুজো দিয়েছেন।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল উদ্বোধন করে তিনি বলেন, ৯ দিন ব্যাপী নবরাত্রির উপাসনা কেবল বাংলা বা ভারতেই নয়, সারা বিশ্বজুড়ে জনপ্রিয়। বাংলার মহান ঐতিহ্যকে বিশ্বব্যাপী মানুষ প্রত্যক্ষ করেছেন এবং গভীর আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। শিশু, যুব, বয়স্ক নির্বিশেষে বাংলায় প্রত্যেক ব্যক্তি এই ন'দিন শক্তির উপাসনায় নিমগ্ন থাকেন। বাংলার জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নের মধ্যে দিয়ে যে উন্নত ভারতের স্বপ্ন দেখেছেন, তা আমাদের একযোগে পূরণ করতে হবে। তিনি বলেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে বাংলায় যে সরকার প্রতিষ্ঠিত হবে তা সোনার বাংলা গড়ে তুলবে। বাংলা পুনরায় নিরাপদ, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং সম্পদে ভরপুর হয়ে উঠবে। তিনি বলেন,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়ন ঘটাতে হবে।
কলকাতায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ১০ জনের বেশি প্রাণ হারানোয় গভীর শোকপ্রকাশ করে তিনি বলেন স্বজন হারা পরিবারগুলির সঙ্গে আমরাও সমব্যথী।
কেন্দ্রীয় মন্ত্রী মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, শ্রদ্ধেয় বিদ্যাসাগর ঔপনিবেশিক শাসনকালে কেবল বাংলায় নয়, সারা ভারত জুড়ে শিক্ষা ক্ষেত্রে যে অমূল্য অবদান রেখে গেছেন, তা ভোলার নয়। তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর সমগ্র জীবন বাংলা ভাষা, সংস্কৃতি, ব্যাকরণ এবং মহিলাদের শিক্ষায় উৎসর্গ করেছিলেন।
SC/AB/NS….
(रिलीज़ आईडी: 2172030)
आगंतुक पटल : 39