যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
প্রধানমন্ত্রী দেশ জুড়ে স্বদেশী ফোর-জি (ফাইভ-জি’র জন্য প্রস্তুত) নেটওয়ার্কের সূচনা করবেন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
प्रविष्टि तिथि:
26 SEP 2025 3:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন বলে যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। প্রথমটি হ’ল – দেশ জুড়ে প্রায় ৯৮ হাজার ফোর-জি মোবাইল টাওয়ার স্থাপন এবং দ্বিতীয়টি – স্বদেশী ফোর-জি নেটওয়ার্কের সূচনা। এই নেটওয়ার্ক সফটওয়্যার চালিত, ক্লাউড ভিত্তিক, ভবিষ্যতের জন্য ডিজাইন করা এবং এটি সহজেই ফাইভ-জি’তে উন্নীত করা যাবে। দেশের প্রতিটি অংশই নতুন এই উদ্যোগের অন্তর্ভুক্ত হবে। ফোর-জি টাওয়ারগুলি ইতিমধ্যেই ২ কোটি ২০ লক্ষ গ্রাহককে পরিষেবা দিচ্ছে বলে তিনি জানান।
এর মাধ্যমে টেলিকম ক্ষেত্রে ভারতে এক নতুন যুগের সূচনা হবে। ভারত বিশ্বের শীর্ষ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক দেশগুলির সঙ্গে একই সারিতে চলে আসবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফোর-জি নেটওয়ার্কের একটি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক রয়েছে। এটি তৈরি করেছে তেজস নেটওয়ার্ক। এছাড়াও রয়েছে – সি ডট – এর তৈরি একটি কোর নেটওয়ার্ক। এগুলির সংযুক্তিসাধন করেছে টিসিএস। আত্মনির্ভর ভারত – এর ধারণায় এটির দায়িত্বে রয়েছে বিএসএনএল।
সাধারণ নাগরিকদের উপর এর প্রভাব প্রসঙ্গে শ্রী সিন্ধিয়া বলেন, বিহারের একজন পড়ুয়া এর ফলে বিশ্বমানের অনলাইন শিক্ষার সুবিধা পাবেন। পাঞ্জাবের কৃষকরা বাজারের দাম সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাবেন। কাশ্মীরে থাকা সেনারা তাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। উত্তর-পূর্বাঞ্চলের শিল্পোদ্যোগীরা অনায়াসে যোগাযোগ করতে পারবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও অর্থ প্রদানকারীদের সঙ্গে। ভৌগোলিক অবস্থান ও প্রেক্ষাপট নির্বিশেষে এই ফোর-জি পরিকাঠামো প্রতিটি ভারতীয়র জীবনের মানোন্নয়ন ঘটাবে।
শ্রী সিন্ধিয়া বলেন, ডিজিটাল ভারত নিধির মাধ্যমে ১০০ শতাংশ ফোর-জি স্যাচ্যুরেশন নেটওয়ার্ক – এর আনুষ্ঠানিক প্রকাশ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২৯ হাজার গ্রামকে ফোর-জি নেটওয়ার্ক – এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিএসএনএল – এর রজত জয়ন্তী বর্ষপূর্তির মুখে এই উদ্যোগ নেওয়া হ’ল।
টেলিকম মন্ত্রকের সচিব ডঃ নীরজ মিত্তল এক উপস্থাপনার মাধ্যমে ভারতের টেলিকম ক্ষেত্রের অসাধারণ বিকাশ তুলে ধরেন। প্রাথমিক সংশয় থেকে শুরু করে দেশীয় ফোর-জি স্ট্যাকের সফল বিকাশ এবং দেশ জুড়ে স্বদেশী ফোর-জি টাওয়ার স্থাপনের কাহিনী তুলে ধরা হয় এই উপস্থাপনায়।
ভারত এখন বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। মাত্র ৪ বছর আগেও যা অসম্ভব বলে মনে হয়েছিল, প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতা, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ ও বিশ্বজনীন নেতৃত্বের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আজ তা বাস্তবে পরিণত হয়েছে। আজ ভারত শুধু যে ১০২ কোটি মানুষকে উচ্চমানের টেলিকম পরিষেবা দিচ্ছে তাই নয়, নিজেকে টেলিকম সরঞ্জাম উৎপাদনের এক বিশ্বজনীন কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2171878)
आगंतुक पटल : 46