কয়লামন্ত্রক
রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থাগুলি কার্যনির্বাহী নন, এমন কর্মীদের জন্য ১ লক্ষ ৩ হাজার টাকা কাজ-ভিত্তিক পুরস্কার ঘোষণা করল
Posted On:
26 SEP 2025 9:28AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কয়লা মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থাগুলি আজ কার্যনির্বাহী নন, এমন কর্মীদের কাজের উপর ভিত্তি করে ১ লক্ষ ৩ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। গত ২৫ সেপ্টেম্বর যৌথ দ্বিপাক্ষিক কমিটির অধীন স্ট্যান্ডার্ডাইজেশন কমিটির ষষ্ঠ বৈঠকের পর এই ঘোষণা করা হয়। এর ফলে, কোল ইন্ডিয়া লিমিটেড এবং তার অধীন সংস্থাগুলির প্রায় ২.১ লক্ষ নন্-এক্সিকিউটিভ কর্মী এবং ৩৮ হাজার এসসিসিএল নন্-এক্সিকিউটিভ কর্মী উপকৃত হবেন। উপস্থিতির ভিত্তিতে আনুপাতিক হারে কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে। এর ফলে, কোল ইন্ডিয়া’র মোট ২১৫৩.৮২ কোটি টাকা এবং এসসিসিএল – এর ৩৮০ কোটি টাকা খরচ হবে।
কর্মীদের কঠোর পরিশ্রম ও অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, কর্মীদের উৎপাদনশীলতা, মনোবল এবং কাজের উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে।
SC/SD/SB
(Release ID: 2171692)
Visitor Counter : 7