স্বরাষ্ট্র মন্ত্রক
লাদাখ সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তি
Posted On:
24 SEP 2025 10:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
লাদাখের ষষ্ঠ তপশিল এবং লাদাখ’কে রাজ্য হিসেবে মান্যতা দেওয়ার দাবিতে শ্রী সোনম ওয়াংচু্ক ১০.০৯.২০২৫ তারিখে অনশন শুরু করেন। সকলেই জানেন যে, ভারত সরকার এই বিষয়ে লেহ ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির পাশাপাশি, কয়েকটি উপ-কমিটির বৈঠকও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে আলোচনায় অসাধারণ ফলাফল পাওয়া গেছে। ইতিমধ্যে লাদাখের তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করা হয়েছে। কাউন্সিলগুলিতে এক-তৃতীয়াংশ মহিলাদের সংরক্ষণ প্রদান করা হয়েছে। ভোটি এবং পুর্গি’কে সরকারি ভাষা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। ১ হাজার ৮০০টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কারণে কয়েকজন ব্যক্তি এইচপিসি’র আওতায় উপলব্ধ অগ্রগতিতে সন্তুষ্ট ছিলেন না এবং আলোচনা প্রক্রিয়াকে ব্যহত করার চেষ্টা করেন।
উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির পরবর্তী বৈঠক ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।
২৫ ও ২৬ অক্টোবর লাদাখের নেতাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে।
শ্রী ওয়াংচুক যে দাবিগুলি নিয়ে অনশন করছিলেন, তা এইপিসি’তে আলোচনার অবিচ্ছেদ্য অংশ। অনেক নেতা এই অনশন প্রত্যাহারের কথা বলার পরেও তিনি তা চালিয়ে যান এবং উস্কানিমূলক বিবৃতি দিয়ে জনগণ’কে বিভ্রান্ত করেন।
২৪ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে তাঁর উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ একদল জনতা একটি রাজনৈতিক দলের অফিস এবং লেহ – এর সিইসি’র সরকারি অফিসে হামলা চালায়। তারা এই অফিসগুলিতে অগ্নি সংযোগ করে, নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ করে এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ কর্মীদের উপর উশৃঙ্খল জনতা আক্রমণ করায় ৩০ জনেরও বেশি পুলিশ এবং সিআরপিএফ সদস্য আহত হন। আত্মরক্ষার জন্য পুলিশ’কে গুলি চালাতে হয়। এরফলে, দুর্ভাগ্যবশত কয়েকটি হতাহতের খবর পাওয়া গেছে।
দিনের প্রথম দিকে দুর্ভাগ্যজনক ঘটনা বাদ দিলে পরবর্তীতে বিকেল ৪টের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এটি স্পষ্ট যে, শ্রী সোনম ওয়াংচুক তার প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উস্কে দিয়েছিলেন। এই সহিংস ঘটনার পর, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ কোনও চেষ্টা না করেই অনশন প্রত্যাহার করে একটি অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান।
সরকার পর্যাপ্ত সাংবিধানিক সুরক্ষা প্রদানের মাধ্যমে লাদাখের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
পুরনো ও উস্কানিমূলক ভিডিও-গুলি যেন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার না করা হয়, সেজন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে।
SC/PM/SB
(Release ID: 2171089)
Visitor Counter : 7