কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

রেল কর্মীদের জন্য ৭৮ দিনের পারিশ্রমিকের সমতুল উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস – কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত

Posted On: 24 SEP 2025 3:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

রেল কর্মীদের কর্মদক্ষতার স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের ১০,৯১,১৪৬ নন-গেজেটেড কর্মীকে ৭৮ দিনের পারিশ্রমিকের সমতুল উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য খরচ হবে ১৮৬৫.৬৮ কোটি টাকা। 

দুর্গাপুজো/দশেরার ছুটির আগে প্রতি বছরই কর্মদক্ষতার স্বীকৃতিতে রেল কর্মীদের উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস দেওয়া হয়।

এবছর একজন রেলকর্মী এবাবদ সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পেতে পারেন। ট্র্যাক দেখভালের দায়িত্বে থাকা কর্মী, লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, পয়েন্টসম্যান এবং অন্যান্য গ্রুপ সি কর্মীরা এই সুবিধা পাবেন।

২০২৪-২৫ অর্থবর্ষে কর্মসম্পাদনে দক্ষতার প্রমাণ রেখেছে রেল দপ্তর। ওই সময়ে প্রায় ৭৩০ কোটি যাত্রী এবং ১৬১৪.৯০ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে রেল।

 


SC/AC/SKD


(Release ID: 2170737) Visitor Counter : 14