প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মহারাজা অগ্রসেনজির প্রতি

Posted On: 22 SEP 2025 2:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাজা অগ্রসেনজির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন : 

“মহারাজা অগ্রসেনজির জয়ন্তীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। তাঁর সম্পূর্ণ জীবন, সামাজিক ন্যায় এবং একতার প্রতীক। সদ্ভাবনা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব নিয়ে তাঁর বার্তা দেশবাসীকে সর্বদা অনুপ্রাণিত করে যাবে।” 


SC/AP/DM.


(Release ID: 2169606)