রেলমন্ত্রক
১ অক্টোবর থেকে আইআরসিটিসি ওয়েবসাইট/অ্যাপ-এর মাধ্যমে অনলাইনে সাধারণ সংরক্ষিত রেল টিকিটের বুকিং-এ আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে
Posted On:
15 SEP 2025 6:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সাধারণ যাত্রীদের স্বার্থে এবং অসাধু কাজকর্ম এড়াতে ১ অক্টোবর থেকে আইআরসিটিসি ওয়েবসাইট/অ্যাপ-এর মাধ্যমে সাধারণ সংরক্ষিত রেল টিকিট বুকিং শুরুর প্রথম ১৫ মিনিটে আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে।
তবে, কম্পিউটার-চালিত রেল টিকিট কাউন্টারগুলিতে সাধারণ সংরক্ষিত টিকিট বুকিং-এর ক্ষেত্রে সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। সাধারণ সংরক্ষিত টিকিট বুকিং শুরুর প্রথমদিনের প্রথম ১০ মিনিট, ভারতীয় রেলের অনুমোদিত এজেন্টরা কোনও টিকিট কাটতে পারবে না বলে যে ব্যবস্থা চালু রয়েছে, তার কোনও পরিবর্তন হচ্ছে না।
SC/AB/DM
(Release ID: 2167081)
Visitor Counter : 2