মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

বিহারে বক্সার – ভাগলপুর হাইস্পীড করিডর এলাকায় মোকামা – মুঙ্গের অংশে চার লেনের নতুন সড়ক নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র

Posted On: 10 SEP 2025 3:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি বিহারের বক্সার – ভাগলপুর হাইস্পীড করিডর এলাকায় মোকামা – মুঙ্গের অংশে চার লেনের নতুন সড়ক নির্মাণে ছাড়পত্র দিয়েছে। হাইব্রিড অ্যান্যুইটি মোডে ৮২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সড়ক নির্মাণে মোট মূলধনী খরচ ধরা হয়েছে ৪,৪৪৭.৩৮ কোটি টাকা। 
এই অংশটি মোকামা, বারাহিয়া, লাখিসরাই, জামালপুর, মুঙ্গের এবং ভাগলপুরের মধ্যে সংযোগ আরও নিবিড় করবে। 
পূর্ব বিহারের মুঙ্গের – জামালপুর – ভাগলপুর অঞ্চলটি শিল্প কেন্দ্র হিসেবে সুপরিচিত হয়ে উঠছে। সেখানে অস্ত্র ও গোলাবারুদ কারখানার পাশাপাশি রেল ইঞ্জিন নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। 
চার লেনের এই প্রস্তাবিত সড়কটিতে প্রবেশ কয়েকটি নির্দিষ্ট অঞ্চল দিয়েই সম্ভব হবে। দ্রুতগতিতে যাতায়াত ছাড়াও এই প্রকল্প রূপায়ণের ফলে প্রত্যক্ষভাবে ১৪.৮৩ লক্ষ এবং পরোক্ষভাবে ১৮.৪৬ লক্ষ কর্মদিবস সৃষ্টি হবে বলে অনুমান। 

 

SC/AC/SB


(Release ID: 2165325) Visitor Counter : 2