শিল্পওবাণিজ্যমন্ত্রক
এসসিও বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা কেন্দ্রিক স্বচ্ছ বাণিজ্য পদ্ধতিতে দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছে
Posted On:
07 SEP 2025 11:51AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২৪
৬ সেপ্টেম্বর ২০২৫-এ ব্লাডিভস্টকে আয়োজিত এসসিও বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে সকলের একইরকম সমৃদ্ধির জন্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সম্মিলিত শক্তি বৃদ্ধি করার উপায়ের ওপর জোর দিয়েছে ভারত এবং আলোকপাত করেছে রপ্তানির বৈচিত্র্যকরণ, নির্ভরতা হ্রাস এবং দৃঢ় সরবরাহ শৃঙ্খল নির্মাণের প্রয়োজনীয়তার ওপর। বিশ্বের জনসংখ্যার ৪১ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ১৭.২ শতাংশ এসসিও-র দখলে। সেই কারণে ভারত বাণিজ্য বৃদ্ধি, অসুবিধা দূরীকরণ এবং গোটা অঞ্চল জুড়ে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে সহায়তা করতে সম্মিলিত পদক্ষেপের গুরুত্বে জোর দিয়েছে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিনিধি হিসেবে বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব শ্রী অমিতাভ কুমার বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে মুক্ত, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যবিহীন বহুমুখী বাণিজ্য ব্যবস্থার প্রয়োজনীয়তাকে মৌলিক ভাবনায় রাখার পরামর্শ দিয়েছেন। উন্নয়নকেন্দ্রিক কর্মসূচি যাতে খাদ্য নিরাপত্তার উদ্দেশ্যের জন্য পাবলিক স্টক হোল্ডিং (পিএসএইচ) সংক্রান্ত স্থায়ী সমাধানের পাশাপাশি থাকবে বিকাশশীল দেশগুলির জন্য কার্যকরী স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট (এসঅ্যান্ডডিটি) এবং ডব্লুটিও বিবাদের পুরোপুরি কার্যকর দ্বিস্তরীয় নিষ্পত্তি ব্যবস্থার পুনরুদ্ধার। তিনি আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলে এমএসএমই-তে আরও বেশি সংখ্যায় অংশগ্রহণে সাহায্য করতে এবং অর্থনৈতিক বৃদ্ধি জোরদার করতে পরিষেবা বাণিজ্য এবং জাতীয় আইন এবং স্বচ্ছতার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ পেশাদারদের অস্থায়ী যাতায়াত করার ভূমিকার ওপর জোর দেন।
ভারত জাতীয় সার্বভৌমত্ব এবং সীমান্ত সংহতির নীতি বজায় রেখে ভৌগোলিক বিস্তার, একে অন্যের ব্যবহার্য লজিস্টিক, অনুমানযোগ্য বাজারের সুবিধা এবং যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সরবরাহ ও উৎপাদন শৃঙ্খলের বৈচিত্রকরণ এবং ঝুঁকি দূরীকরণের গুরুত্বের ওপর জোর দিয়েছে। এটা উল্লেখ করা হয়েছে যে, লাগাতার ঘটে চলা বাণিজ্যিক ভারসাম্যহীনতার মোকাবিলা করতে হবে আরও বেশি করে বিপণনের সুবিধা, মান বজায় রাখতে সহযোগিতা এবং সুষ্ঠু বাণিজ্যিক সুবিধার মাধ্যমে।
ডিজিটাল অর্থনীতি বিষয়ে ভারত ন্যায্য, স্বচ্ছ এবং অনুমানযোগ্য নিয়ন্ত্রণ কাঠামো, সবচেয়ে ভালো ব্যবস্থার জন্য স্বেচ্ছা সহযোগিতা এবং সুরক্ষিত উদ্ভাবননির্ভর ডিজিটালাইজেশনে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।
সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে ভারত জোর দিয়েছে সাম্য এবং কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপনসেবিলিটিজ অ্যান্ড রেসপেকটিভ ক্যাপাবেলিটিজ (সিবিডিআর-আরসি)-এর ওপর। ভারত তুলে ধরেছে মিশন লাইফ বা লাইফ স্টাইল ফর এনভায়রনমেন্ট উদ্যোগকে এবং বলেছে যে, জলবায়ু সংক্রান্ত কাজে অর্থ এবং সুলভে প্রযুক্তি সাহায্য দিতেই হবে।
কর্মসংস্থান, রপ্তানি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি ইঞ্জিন হিসেবে অ্যানিমেশন ভিজুয়াল এফেক্ট গেমিং এবং কমিক্স (এভিজিসি) ক্ষেত্রকে তুলে ধরেছে ভারত। এবছরের গোড়ায় প্রথম ওয়েভস ২০২৫-এর সফল আয়োজনের কথা তুলে ধরা হয়েছে যেখানে ১০০-র বেশি দেশের মানুষ অংশ নেন। আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ তালুক হিসেবে ভারত নিজের জায়গা করে নিয়েছে, জানানো হয়েছে তাও।
ভারত বিস্তৃত বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসসিও সরকার প্রধানদের পরিষদের রুশ সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়েছে। অঞ্চল জুড়ে সুস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বৃদ্ধির প্রসারে ২০২৬-২৭-এ তাজিকিস্তানের সভাপতিত্বে সহযোগিতা করার দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছে ভারত।
SC / AP /AG
(Release ID: 2164605)
Visitor Counter : 2