প্রতিরক্ষামন্ত্রক
পাপুয়া নিউ গিনিতে আইএনএস কদমতের সফর
प्रविष्टि तिथि:
07 SEP 2025 6:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
পাপুয়া নিউ গিনির ৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ভারতীয় নৌ-বাহিনীর ব্যান্ড, ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ কদমাতে করে মোরসোবি বন্দরে এক জাঁকজমক পূর্ণ সামরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ব্যান্ড সমবেত হয়েছিল। ভারতীয় নৌ-বাহিনীর ব্যান্ড সামরিক সুর ও ভারতীয় সুরের সংমিশ্রণে এক উপস্থাপনা পেশ করে। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের কাছ থেকে বিশেষ প্রশংসা পেয়েছে।
এই সফরকালে আইএনএস কদমাতের সদস্যরা বোমানা যুদ্ধ সমাধি ক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। এদের মধ্যে অনেক ভারতীয় সৈন্যও ছিলেন।
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2164561)
आगंतुक पटल : 16