বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

মেড-ইন–ইন্ডিয়া চিপ-এর প্রথম সেটটি তুলে দেওয়া হল প্রধানমন্ত্রীর হাতে : গর্বের মুহুর্ত বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Posted On: 02 SEP 2025 8:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৫


সেমি-কন্ডাক্টার উৎপাদনে ভারতের যাত্রায় নতুন মাইলফলক। মেড-ইন-ইন্ডিয়া চিপের প্রথম সেটটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২১-এর ডিসেম্বরে সূচিত ভারতের সেমিকন্ডাক্টর মিশনের আওতায় মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা এবং দৃঢ় নেতৃত্বের সুবাদে, এমনটাই বলেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।  তিনি আরও বলেন, ৭.৮ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি থেকে শুরু করে সেমি-কন্ডাক্টর চিপ- সব ক্ষেত্রেই ভারত সুস্থিতির এক আলোকবর্তিতা হয়ে উঠেছে। 
আন্তর্জাতিক মেধাস্বত্ত্ব আইনের মর্যাদা রক্ষা করে এবং বিশ্ব সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনার বিকাশকে মান্যতা দিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে এই সাফল্য অর্জিত হয়েছে বলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন।
২০২৫-এ সেমিকন-ইন্ডিয়া সমারোহে সেমি-কন্ডাক্টর চিপ সংক্রান্ত ১২টি সমঝোতাপত্র ঘোষিত হয়েছে বলে জানা গেছে। এর ফলে দক্ষতায়ন ও উপযুক্ত ব্যবস্থাপনা গড়ে তুলে ভারতে ভবিষ্যতের জন্য প্রস্তুত সেমি-কন্ডাক্টর পরিমন্ডল তৈরি হবে বলে তথ্য প্রযুক্তি মন্ত্রী আশাবাদী।
তিনি আরও বলেন, মোহালিতে সেমি-কন্ডাক্টর ল্যাবরেটরির আধুনিকীকরণের কাজ চলছে জোরদকদমে।  ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর মিশন ১-এর সাফল্যের ওপর ভিত্তি করে সরকার এর দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ভারতে তৈরি চিপগুলি দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও মিলবে। নিরপেক্ষ সমীক্ষায় দেখা গেছে ভারতে এখনই এই ধরনের উৎপাদন অন্য দেশের তুলনায় ১৫ থেকে ৩০ শতাংশ কম খরচে হয়ে থাকে।  
সেমি-কন্ডাক্টার মিশন ২০২৫ -এ সংশ্লিষ্ট ক্ষেত্রের শীর্ষ স্থানীয় সংস্থাগুলির অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক বিষয় বলে তিনি মন্তব্য করেছেন। দেশের ৭৮ টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এক্ষেত্রে প্রয়োজনীয় মানব সম্পদ তৈরি হয়ে উঠছে বলেও তিনি জানান। স্টার্টআপ ক্ষেত্রেও এই নিয়ে দ্রুত গতিতে কাজ চলছে।
২০৩০ নাগাদ ভারতে সেমি-কন্ডাক্টর উৎপাদনের মূল্যমান এক ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা।

 

SC/AC/SG


(Release ID: 2163285) Visitor Counter : 2