প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মেঘালয়ে শুরু হয়েছে ভারত- থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী-১৪

प्रविष्टि तिथि: 02 SEP 2025 4:44PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২ সেপ্টেম্বর ২০২৫

 

মেঘালয়ের উমরৈ-এ শুরু হয়েছে ভারত- থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী-১৪। একটি যুগ্ম প্রশিক্ষণ কর্মসূচীর মধ্য দিয়ে এই মহড়া শুরু হয়। চলবে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় সেনাবাহিনী ও রয়াল থাই আর্মির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এই মহড়ার মূল উদ্দেশ্য। থাইল্যান্ডের তাক প্রদেশে ভাচিরাপ্রাকান দুর্গে ত্রয়োদশ মহড়া অনুষ্ঠিত হয়। 
ভারতীয় সেনাবাহিনীর ম্যাড্রাস রেজিমেন্টের ১২০ জন সদস্য ও রয়াল থাই আর্মির চতুর্দশ ইনফ্যান্ট্রি ব্রিগেডের প্রথম ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ানের ৫৩ জন সদস্য এই মহড়ায় যোগ দিয়েছেন। 
রাষ্ট্রসংঘের সনদের সপ্তম অধ্যায়ে আধাশহর অঞ্চলে জঙ্গী মোকাবিলায় কি ধরণের ব্যবস্থা নিতে হয়, তার কথা বলা আছে। দু’সপ্তাহের  মহড়ায় এই বিষয়টি অনুসরণ করে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে, সেই ধরণের  অনুশীলন করা হচ্ছে। ২০০৬ সাল থেকে মৈত্রী মহড়া শুরু হয়। 


SC/CB.......


(रिलीज़ आईडी: 2163258) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil