প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় বায়ু সেনা জম্মু ও পাঞ্জাবে বন্যা পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে
प्रविष्टि तिथि:
27 AUG 2025 7:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অগাস্ট, ২০২৫
বন্যা বিধ্বস্ত উত্তর পাঞ্জাব এবং জম্মু অঞ্চলে ভারতীয় বায়ু সেনা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। এই কাজের মাধ্যমে দেশ সেবার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধতা পুনর্ব্যক্ত করেছে বায়ু সেনা।
ভারতীয় বায়ু সেনার জাহাজ ও হেলিকপ্টার উত্তরাঞ্চলের নিকটবর্তী জায়গাগুলিতে দ্রুত পরিষেবা শুরু করে। এর ফলে, বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য অতিরিক্ত হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে।
জম্মুর আখনূর অঞ্চলে সেনাবাহিনীর ১২ জন জওয়ান ও ৩ জন বিএসএফ মহিলা কন্সটেবল সহ ১১ জন বিএসএফ কর্মীকে বন্যা কবলিত অঞ্চল থেকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হয়।
পাঞ্জাবের পাঠানকোট অঞ্চলে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার বন্যার জল বাড়তে থাকায় আটকে পড়া ৪৬ জন নাগরিককে সাফল্যের সঙ্গে উদ্ধার করে। এছাড়াও, ৭৫০ কিলোগ্রামের বেশি ত্রাণ সামগ্রী ও ওষুধও পৌঁছে দিয়েছে বায়ু সেনা।
এক বিপজ্জনক অভিযানে ৩৮ জন সেনাকর্মী ও ১০ জন বিএসএফ কর্মীকে বন্যা কবলিত ডেরা বাবা নানক ক্ষেত্র থেকে নিরাপদে উদ্ধার করেছে। আটকে পড়া অন্য কর্মীদের উদ্ধারের জন্য অতিরিক্ত অভিযান চলছে।
সেনা, বিএসএফ, এনডিআরএফ এবং স্থানীয় আধিকারিকদের সঙ্গে সহযোগিতায় ভারতীয় বায়ু সেনার উদ্ধার কাজ চলছে।
ভারতীয় বায়ু সেনা পরিস্থিতির উপর নজর রেখেছে এবং প্রয়োজনে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।
SC/PM/SB…
(रिलीज़ आईडी: 2161429)
आगंतुक पटल : 18