প্রতিরক্ষামন্ত্রক
থাইল্যান্ডে প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সম্মেলনে যোগ দেবেন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ
Posted On:
25 AUG 2025 11:22AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৫
থাইল্যান্ডে ২৬ – ২৮ অগাস্ট, ২০২৫ তারিখে বিভিন্ন দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এই সম্মেলনের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত – প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এবং রয়্যাল থাই আর্মড ফোর্সেস।
ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সেনা কর্তারা এই সম্মেলনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা, সহযোগিতামূলক কাঠামো এবং বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে সমুদ্র পথে নিরাপত্তা, সন্ত্রাসবাদের মোকাবিলা, সাইবার নিরাপত্তা, মানবিক ত্রাণ সহায়তা এবং সার্বিকভাবে ভারত – প্রশান্ত মহসাগরীয় অঞ্চলে সুস্থিতি বজায় রাখার উপরে।
সম্মেলনে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিভিন্ন দেশের সেনা কর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যৌথ প্রস্তুতি, আদান-প্রদান ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন।
SC/AC/SB…
(Release ID: 2160595)