যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত

Posted On: 23 AUG 2025 2:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ আগস্ট, ২০২৫


ডাক বিভাগ ৩০ জুলাই, ২০২৫ তারিখে মার্কিন প্রশাসন কর্তৃক জারি করা নির্বাহী আদেশ নং ১৪৩২৪ এর প্রতি লক্ষ্য রেখেছে, যার অধীনে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যমানের পণ্যের জন্য শুল্কমুক্ত ডি মিনিমিস অব্যাহতি ২৯ আগস্ট, ২০২৫ থেকে প্রত্যাহার করা হবে। ফলস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত আন্তর্জাতিক ডাক পণ্য, তাদের মূল্য নির্বিশেষে, দেশ-নির্দিষ্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন (আইইইপিএ) শুল্ক কাঠামো অনুসারে শুল্কের অধীন হবে। তবে, ১০০ মার্কিন ডলার মূল্যের উপহার সামগ্রী শুল্ক থেকে অব্যাহতি পাবে।
নির্বাহী আদেশ অনুসারে, আন্তর্জাতিক ডাক নেটওয়ার্কের মাধ্যমে চালান সরবরাহকারী পরিবহন বাহক, অথবা মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা (সিবিপি) দ্বারা অনুমোদিত অন্যান্য "যোগ্য পক্ষ", ডাক চালানের উপর শুল্ক সংগ্রহ এবং প্রেরণ করতে বাধ্য। যদিও সিবিপি ১৫ আগস্ট, ২০২৫ তারিখে কিছু নির্দেশিকা জারি করেছিল, তবুও "যোগ্য পক্ষ" নির্ধারণ এবং শুল্ক আদায় এবং রেমিট্যান্সের প্রক্রিয়া সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনও অনির্দিষ্ট। ফলস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমান সংস্থাগুলি ২৫ আগস্ট, ২০২৫ এর পরে ডাক চালান গ্রহণে অক্ষমতা প্রকাশ করেছে, কারণ তাঁদের কাছে কার্যকরী এবং প্রযুক্তিগত প্রস্তুতির অভাব রয়েছে।
উপরের পরিপ্রেক্ষিতে, ডাক বিভাগ ২৫ আগস্ট, ২০২৫ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সকল ধরণের ডাক পণ্যের বুকিং সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠি/নথিপত্র এবং উপহার সামগ্রী ছাড়া। সিবিপি এবং ইউএসপিএ এর আরও স্পষ্টীকরণ সাপেক্ষে, এই ছাড়প্রাপ্ত বিভাগগুলি গ্রহণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে।
ভারতীয় ডাক বিভাগটি সমস্ত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে ক্রমপরিবর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই এমন জিনিসপত্র বুক করেছেন যা এই পরিস্থিতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো যাচ্ছে না, তাঁরা ডাক খরচ ফেরত চাইতে পারেন। গ্রাহকদের অসুবিধার জন্য ডাক বিভাগ গভীরভাবে দুঃখিত এবং আশ্বস্ত করছে যে যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ পরিষেবা পুনরায় চালু করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

***
SC/SB/DM


(Release ID: 2160250)