প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে রাষ্ট্রসঙ্ঘ মহিলা সামরিক আধিকারিক কোর্স ২০২৫-এ অংশগ্রহণকারী মহিলা শান্তিরক্ষীদের সঙ্গে আলাপচারিতায় প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 22 AUG 2025 3:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অগাস্ট, ২০২৫

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ২২ অগাস্ট, ভারত সহ ১৬টি দেশের মহিলা আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। এরা সকলেই নতুন দিল্লির মানেকশ সেন্টারে প্রায় দু সপ্তাহের রাষ্ট্রসঙ্ঘ মহিলা সামরিক আধিকারিক কোর্সে অংশগ্রহণ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সহযোগিতায় সেন্টার ফর ইউনাইটেড নেশনস পিসকিপিং ১৮-২৯ অগাস্ট এই কোর্সের আয়োজন করেছে। রাষ্ট্রসঙ্ঘের মিশনগুলিতে মহিলা সামরিক আধিকারিকরা যাতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য তাদের পেশাদারি সক্ষমতা বাড়ানো এই কোর্সের লক্ষ্য। 

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনগুলির বৃহত্তম অংশগ্রহণকারী হিসেবে ভারত চায় মহিলারা আরও বেশি সংখ্যায় এই সব মিশনে অংশগ্রহণ করুন। এই ধরনের উদ্যোগ মহিলা আধিকারিকদের জটিল পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত করে তুলবে। 

শ্রী রাজনাথ সিং বলেন, সশস্ত্র বাহিনী এবং শান্তিরক্ষী বাহিনীতে মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে উপযুক্ত নীতি প্রণয়ন করা হচ্ছে। তারা যাতে কাজ করার এবং নেতৃত্ব দেওয়ার সমান সুযোগ পান তা নিশ্চিত করা হবে। এই বিষয়ে ভারত, রাষ্ট্রসঙ্ঘ এবং অন্য অংশীদার দেশগুলির সঙ্গেও একযোগে কাজ করতে আগ্রহী।

এই কোর্সে ভারতের ১২ জন মহিলা আধিকারিক ও ৫ জন শিক্ষানবিশ ছাড়াও আমেরিকা, কঙ্গো, মিশর, আইভরি কোস্ট, কেনিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাইবেরিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, সিয়েরা লিয়ন, শ্রীলঙ্কা, তানজানিয়া, উরুগুয়ে এবং ভিয়েতনামের মহিলা সামরিক আধিকারিকরা যোগ দেওয়ায় এটি প্রশিক্ষণ ও মতবিনিময়ের এক প্রাণবন্ত আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে। 

শ্রী সিং বলেন, মহিলা আধিকারিকরা শান্তিরক্ষা মিশনগুলিতে এক অমূল্য দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপট এনেছেন। স্থানীয় মানুষজনের সঙ্গে তারা অনেক সহজে মিশতে পারেন, তাদের আস্থা আর্জন করতে পারেন। বিশেষত মহিলা ও শিশুদের সঙ্গে তাদের বোঝাপড়া অনেক সহজ হয়। সংঘর্ষদীর্ণ কোনো সমাজের পুনর্গঠনের ক্ষেত্রে এটি অত্যন্ত প্রয়োজনীয়। মহিলা আধিকারিকদের উপস্থিতি যৌন নির্যাতন প্রতিরোধে সহায়ক হয়, মানবিক সহায়তার নাগাল পেতে সাহায্য করে। এছাড়া মহিলা শান্তিরক্ষীরা স্থানীয় মহিলা ও শিশু কন্যাদের কাছে রোল মডেল হয়ে ওঠেন। তাঁদের দেখাদেখি মহিলা ও শিশুরাও শান্তি ও সুরক্ষা প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে।

প্রতিরক্ষা মন্ত্রী এই উপলক্ষে ‘ব্লু হেলমেট ওডিসি: সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিয়ান পিসকিপিং’ শীর্ষক একটি জার্নালের আনুষ্ঠানিক প্রকাশ করেন। এতে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে ভারতের ভূমিকা ও ভবিষ্যৎ ভাবনার বিশদ বিবরণ রয়েছে। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও অন্য পদস্থ সামরিক আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 


SC/SD/SKD


(Release ID: 2159853)