স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সাইবার অপরাধ বৃদ্ধি এবং আর্থিক ক্ষতির মোকাবিলায় পদক্ষেপসমূহ

Posted On: 20 AUG 2025 4:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ আগস্ট ২০২৫

 

‘ক্রাইম ইন ইন্ডিয়া’য় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) অপরাধ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সংবিধানের সপ্তম তপশিল অনুযায়ী পুলিশ এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সাইবার অপরাধের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে –

(১) স্বরাষ্ট্র মন্ত্রক ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার’ (১৪সি) গঠন করেছে, যার মাধ্যমে দেশে সমস্ত ধরনের সাইবার অপরাধের নিষ্পত্তি করা হবে। ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’ (এনসিআরপি) (https://cybercrime.gov.in) চালু করা হয়েছে। এর মাধ্যমে মহিলা ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধের অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানাতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর 1930 চালু করা হয়েছে। এ পর্যন্ত ৯.৪২ লক্ষ সিম কার্ড ব্লক করা হয়েছে। নতুন দিল্লিতে অত্যাধুনিক ‘ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি’ গড়ে তোলা হয়েছে। 


(২) সিবিএসই সচেতনতা কর্মসূচির মাধ্যমে ২৫ হাজারের বেশি শিক্ষক এবং পড়ুয়াকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতার পাঠ দিয়েছে। 


(৩) ডিজিটাল গ্রেপ্তারির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সর্বাত্মক সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে। এই কাজে সংবাদমাধ্যম এবং বিজ্ঞাপনের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে সামাজিক মাধ্যমও।


(৪) এসএমএস, টিভি, রেডিও, বিদ্যালয়, সিনেমা হলে বিজ্ঞাপন, আইপিএল-এ প্রচার প্রভৃতি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগানো হচ্ছে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বন্দি সঞ্জয় কুমার।

 

SC/MP/DM


(Release ID: 2158898) Visitor Counter : 2