স্বরাষ্ট্র মন্ত্রক
ভারত – বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া
Posted On:
20 AUG 2025 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অগাস্ট, ২০২৫
পশ্চিমবঙ্গের ভারত – বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২২১৬.৭ কিলোমিটার। এর মধ্যে ১৬৪৭.৬৯৬ কিলোমিটার বেড়া দিয়ে আচ্ছাদিত। বাকি ৫৬৯.০০৪ কিলোমিটার সীমান্তে এখনও বেড়া দেওয়া হয়নি।
পশ্চিমবঙ্গে আইবি-র ৪৫৬.২২৪ কিলোমিটার দৈর্ঘ্যের সীমানার মধ্যে ৭৭.৯৩৫ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। বাকি জমি রাজ্য সরকার এখনও অধিগ্রহণ করেনি। ২২৯.৩১৮ কিলোমিটার জমি ভূমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
জমি অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে রয়েছে – রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক ও পর্যালোচনা; কোনও চ্যালেঞ্জ থাকলে তা সমাধানে পর্যালোচনা এবং সমন্বয়সাধনের জন্য রাজ্য পরিদর্শন ও নিয়ম মতো জমি অধিগ্রহণের জন্য সময়ে সময়ে অর্থ প্রদান।
২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত তিন বছরে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী অপরাধের মধ্যে মাদক দ্রব্য বাজেয়াপ্ত, গবাদি পশু আটক, ইয়াবা ট্যাবলেট আটক, ফেনসিডিল আটক এবং নগদ অর্থ ও সোনা আটক রয়েছে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানিয়েছেন।
SC/PM/SB
(Release ID: 2158525)