শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫ সালে ইপিএফও-তে ২২ লক্ষ সদস্যের সর্বকালের সর্বোচ্চ সংযোজন রেকর্ড হয়েছে

Posted On: 20 AUG 2025 3:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অগাস্ট, ২০২৫ 

 

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও ২০২৫ সালের জুন মাসের জন্য অস্থায়ী বেতন ভাতার তথ্য প্রকাশ করেছে, তাতে ২১ লক্ষ ৮৯ হাজার সদস্যের সংযোজন দেখা যাচ্ছে। ২০১৮ সালের এপ্রিল মাসে বেতন ভাতার তথ্য ট্র্যাকিং শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ রেকর্ড। ২০২৫ সালের মে মাসের তুলনায় এই বেতন ভাতার সংযোজনে ৯.১৪ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। 
২০২৫ সালের জুন মাসে ইপিএফও প্রায় ১০ লক্ষ ৬২ হাজার নতুন গ্রাহক নথিভুক্ত করেছে। ২০২৫ সালের মে মাসের তুলনায় ১২.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে ৬ লক্ষ ৩৯ হাজার নতুন গ্রাহক ইপিএফও-তে যুক্ত হয়েছেন। প্রায় ১৬ লক্ষ ৯৩ হাজার সদস্য যাঁরা আগে ইপিএফও ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁরা ২০২৫ সালের জুন মাসে পুনরায় ইপিএফও-তে যোগ দিয়েছেন। 
২০২৫ সালের জুন মাসে ৩ লক্ষ ২ হাজার নতুন মহিলা গ্রাহক ইপিএফও-তে যোগ দিয়েছেন। ২০২৫ সালের মে মাসের তুলনায় যা ১৪.৯২ শতাংশ বেশি। রাজ্য-ভিত্তিক বেতন ভাতার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র সর্বাধিক ২০.০৩ শতাংশ বেতন ভাতা যুক্ত করেছে। 

 

SC/PM/SB


(Release ID: 2158461)