আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
বর্জ্য শূন্য অমরনাথ যাত্রা ২০২৫
प्रविष्टि तिथि:
19 AUG 2025 4:21PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ অগাস্ট ২০২৫
অমরনাথ যাত্রা ২০২৫ কেবল ধর্মীয় তীর্থযাত্রাই নয়, স্বচ্ছতা এবং সুস্থায়িত্বের লক্ষ্যে এক শক্তিশালী আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দুর্গম পথ ধরে কাশ্মীর হিমালয়ের ৩,৮৮০ মিটার উচ্চতার পবিত্র গুহায় শ্রদ্ধা নিবেদনের জন্য ৪ লক্ষ ভক্তের এই যাত্রা জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে সুসমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়। গুরুত্ব দেওয়া হয়েছিল বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার প্রতি। এই যাত্রা যাতে পরিবেশবান্ধব যাত্রা হতে পারে, সেদিকে তাকিয়ে যাত্রা পথকে প্ল্যাস্টিক মুক্ত ঘোষণা করা হয়। স্বচ্ছ ভারত মিশন শহরাঞ্চল দ্বিতীয় পর্বের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ নিশ্চিত করা তীর্থযাত্রীদের সামনে লক্ষ্য হিসেবে স্থাপিত হয়।
জম্মু-কাশ্মীর আবাসন ও নগর উন্নয়ন দফতর সূত্রে জানানো হয়েছে, সুনিয়ন্ত্রিত কর্মপরিকল্পনা এবং স্বচ্ছতা পরিচালন গোষ্ঠীর নিরলস সুসমন্বয়, স্বেচ্ছাসেবীদের নিষ্ঠায় এই উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়েছে। পরিবেশ বিধি মেনে বর্জ্য ব্যবস্থাপণার সুশৃঙ্খল সমন্বয় গড়ে তোলা হয়। QRকোড ভিত্তিক শৌচালয় স্থাপিত হয়েছিল।
১১.৬৭ মেট্রিক টন বর্জ্য এই যাত্রাপথে সংগৃহীত হয়েছে। তার ১০০%ই প্রক্রিয়াকরণ করা হয়েছে। ২৪ ঘন্টা ধরেই যাতে যাত্রাপথে স্বচ্ছতাবিধি মেনে চলা হয়, সেজন্য বিভিন্ন জায়গায় প্রায় ১,৩০০ সাফাই মিত্র নিয়োগ করা হয়েছিল। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল এবং কোনো তীর্থযাত্রী যাতে তা বহন করতে না পারেন, তা সুনিশ্চিত করতে বিভিন্ন লঙ্গরখানায় নজর রাখা হয়েছিল।
৩০টিরও বেশি কিয়স্ক-এর মাধ্যমে ১৫ হাজারেরও বেশি পাট ও কাপড়ের ব্যাগ তীর্থযাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। স্বচ্ছতা রক্ষা যে একটি সার্বিক সচেতনতার অঙ্গ, সেই লক্ষ্যেই তীর্থযাত্রীদের এই ব্যাপারে নিষ্ঠাশীল হতে বলা হয়।
যাত্রাপথে ১,৬০০-র বেশি মোবাইল শৌচালয়ের সংস্থান ছিল এবং প্রতিদিন দু’বার করে তা পরিস্কার করা হত। এছাড়াও, সংগৃহীত বর্জ্য যান মারফৎ কাছাকাছি বর্জ্য পরিশোধন কেন্দ্র পৌঁছে দেওয়া হয়।
৭০ হাজারেরও বেশি তীর্থযাত্রীকে স্বচ্ছতার শপথ পাঠ করানো হয়। স্বচ্ছতার বার্তাকে বাস্তবে রূপ দিতে তাদের মধ্যে স্বচ্ছতা কিটও বিতরণ করা হয়। তীর্থযাত্রীরা স্বচ্ছতার অঙ্গীকার রক্ষা করায় তাদের পুরস্কৃত করা হয় এবং বিভিন্ন চ্যানেলে তাদের এই সাফল্যের কথা প্রচার করা হয়, যাতে তা এক সদর্থক দৃষ্টান্ত হিসেবে জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়।
২০২৫-এর অমরনাথ যাত্রা ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ফুটে উঠেছে। বর্জ্য শূণ্য ব্যবস্থা গড়ে তুলতে জন উদ্যোগ এবং বলিষ্ঠ চেতনার তা এক প্রকাশ। পরিবেশবান্ধব তীর্থযাত্রার এই সফলতা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আগামী দিনে স্বচ্ছ ভারতের অঙ্গীকার পূরণে কার্যকরী রূপ নেবে বলে আশা করা হচ্ছে।
SC/AB/CS
(रिलीज़ आईडी: 2158207)
आगंतुक पटल : 30