স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী সি.পি. রাধাকৃষ্ণণকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 17 AUG 2025 9:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ অগাস্ট, ২০২৫


উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী সি.পি. রাধাকৃষ্ণণকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।

এক্স-এ এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন যে, সাংসদ এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হিসেবে শ্রী সি.পি. রাধাকৃষ্ণণজি সাংবিধানিক দায়িত্ব কার্যকরীভাবে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমি নিশ্চিত তাঁর বিশাল অভিজ্ঞতা ও প্রজ্ঞা উচ্চতর কক্ষের মর্যাদা বৃদ্ধি করবে এবং নতুন মাইলফলক অর্জন করবে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং দলের সংসদীয় বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

 


SC/AP/SKD


(Release ID: 2157411)