লোকসভা সচিবালয়
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লোকসভার অধ্যক্ষের দেশবাসীকে শুভেচ্ছা
Posted On:
14 AUG 2025 6:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন,
“আমার প্রিয় দেশবাসী এবং কোটা-বন্দির ভাই ও বোনেরা, ৭৯-ম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আপনাদের সকলকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ১৫ অগাস্ট আত্মসম্মান ও গর্বের ভাবনা সঞ্চারিত করে। যাঁরা আমাদের স্বাধীনতা নিয়ে এসেছেন, সেইসব অগণিত স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং দেশ নায়কদের উদ্দেশে আমরা প্রণাম জানাই। এঁদের একনিষ্ঠ সংগ্রাম ও আত্মত্যাগই আমাদের স্বাধীনতাকে নিশ্চিত করেছে।
আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রথম সারির অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা আমাদের কাছে অত্যন্ত গর্বের। বিজ্ঞান, ওষুধ শিল্প, প্রযুক্তি, মহাকাশ এবং ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক স্তরে প্রথম সারিতে। ভারত আজ আত্মসম্মান বজায় রেখে স্বনির্ভর হয়ে উঠেছে। যে তিতিক্ষার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তার মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধশালী দেশ গঠন করতে হবে।
৪০ কোটি ভারতবাসী কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। আমি নিশ্চিত, আজ ১০ কোটি ভারতবাসী তাঁদের সঙ্ঘবদ্ধ প্রয়াসে একটি সমৃদ্ধশালী দেশ গঠন করবেন। আসুন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমরা শপথ গ্রহণ করি যে, আমাদের দায়িত্ব-কর্তব্য আমরা একনিষ্ঠভাবে পালন করবো।
এই ভাবনায় আরও একবার আপনাদের সকলকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাই।
ভারত মাতার জয়।”
SC/CB/NS…
(Release ID: 2156811)
Visitor Counter : 5