প্রতিরক্ষামন্ত্রক
স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, আরপিএফ এবং এনসিসি ব্যান্ডের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা
Posted On:
13 AUG 2025 6:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ আগস্ট ২০২৫
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, আরপিএফ এবং এনসিসি-র বিভিন্ন ব্যান্ডের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনার আয়োজন হয়েছে।
ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, কুতব মিনার, লালকেল্লা, জাতীয় পুলিশ স্মারক, নতুন দিল্লি রেল স্টেশন সহ মোট ১২টি জায়গায় এই আয়োজন হয়েছে।
ভারতে সেনা ব্যান্ডগুলির সূচনা ঔপনিবেশিক আমলে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের কর্মকাণ্ড জাতীয় ঐক্য ও গর্বের প্রতীক হয়ে উঠেছে। ব্যান্ডের সদস্যদের শৃঙ্খলাবোধ এবং দক্ষতা দেশের মানুষকে বিশেষ বার্তা দেয়।
এই বছর কয়েকটি নির্বাচিত এলাকার বাইরেও এই ব্যান্ডগুলির সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। দিল্লির পাশাপাশি, ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি শহরেও এই ধরনের পরিবেশনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ তা প্রত্যক্ষ করুন এমনটাই চায় সরকার।
SC/AC/DM
(Release ID: 2156330)