শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেল, সড়ক, লজিস্টিক্স এবং বস্ত্রক্ষেত্রের সাতটি পরিকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হল নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপের ৯৮তম বৈঠকে

Posted On: 13 AUG 2025 1:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ আগস্ট ২০২৫

 

নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপের ৯৮তম বৈঠকে সাতটি পরিকাঠামো প্রকল্প নিয়ে বিশদে আলোচনা হল। এর একটি সড়ক পরিবহণ মন্ত্রকের এবং তিনটি রেল মন্ত্রকের। এছাড়া, একটি মাল্টি-মোডাল লজিস্টিক্স পার্ক এবং পিএম মিত্র প্রকল্পের আওতায় থাকা দুটি টেক্সটাইল পার্ক প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এই প্রকল্পগুলি পিএম গতিশক্তি কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে চায় সরকার। সার্বিক পরিকাঠামো এবং অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সংযোগ নিবিড় করা এই উদ্যোগের লক্ষ্য। 

রেল মন্ত্রকের যে দুটি প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তার মধ্যে একটি হল বিহারের বক্তিয়ারপুর এবং ফাতুহার মধ্যে তৃতীয় ও চতুর্থ লাইন পাতা সংক্রান্ত। দ্বিতীয়টি, তামিলনাড়ুর তম্বরম এবং চেঙ্গালপাট্টুর মধ্যে চতুর্থ লাইন নির্মাণ সংক্রান্ত এবং তৃতীয়টি ছত্তিশগড় এবং মহারাষ্ট্র জুড়ে ডোনাগড় এবং গোন্ডিয়ার মধ্যে চতুর্থ লাইন নির্মাণ সংক্রান্ত। 

সড়ক পরিবহণ মন্ত্রকের আওতায় ৩৯ নম্বর জাতীয় সড়কে মধ্যপ্রদেশের রেওয়া থেকে চুরহাট সুড়ঙ্গ এবং চুরহাট থেকে সিধি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। 

তেলঙ্গনার হায়দরাবাদে মাল্টি-মোডাল লজিস্টিক্স পার্ক গড়ে তোলার বিষয়টিও বৈঠকে উঠে আসে। 

বস্ত্র মন্ত্রকের আওতায় মধ্যপ্রদেশে ও তামিলনাড়ুতে দুটি পিএম মিত্র পার্ক প্রকল্প নিয়েও বৈঠকে মতবিনিময় হয়।

বৈঠকে পৌরোহিত্য করেন ডিপিআইআইটি-র লজিস্টিক্স বিভাগের যুগ্ম সচিব শ্রী পঙ্কজ কুমার। 

 

SC/AC/DM..


(Release ID: 2156315)