সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইজিএনসিএ বিজ্ঞান ও সংস্কৃতিকে অভিন্ন এক মঞ্চে আনার জন্য বিএসআইপি-র সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে

प्रविष्टि तिथि: 13 AUG 2025 4:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ আগস্ট ২০২৫

 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের স্বায়ত্তশাসিত ট্রাস্ট নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ) বিজ্ঞান ও সংস্কৃতির জন্য অভিন্ন একটি মঞ্চ গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন স্বশাসিত সংস্থা বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেস (বিএসআইপি)-এর সঙ্গে একটি সমঝতাপত্র স্বাক্ষর করেছে। এই উপলক্ষে আইজিএনসিএ ১১টি স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠক্রমের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। আইজিএনসিএ-এর পক্ষে ডঃ সচ্চিদানন্দ যোশী এবং বিএসআইপি-র পক্ষে অধ্যাপক মহেশ জি ঠক্কর এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন।  

ভারতে এই প্রথম বিজ্ঞান ও সংস্কৃতিকে একটি অভিন্ন মঞ্চে রেখে চর্চা করার উদ্যোগ শুরু হয়। দেশ-বিদেশের মানুষের কাছে দেশের বিজ্ঞান ও সংস্কৃতি ক্ষেত্রের বিভিন্ন সাফল্য তুলে ধরাই এর মূল লক্ষ্য। কালচারাল ইনফোটিক্স, ভারতীয় সাহিত্য সহ ১১ রকমের বিষয়ের ওপর আইজিএনসিএ এই পাঠক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে চিরায়ত জ্ঞানকে সমসায়মিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত করা হবে। যাঁরা এই পাঠক্রমে অংশ নেবেন, তাঁরা দক্ষ পেশাদার হয়ে উঠবেন। এই পাঠক্রমে হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়াও বিশেষজ্ঞদের সঙ্গে ছাত্রছাত্রীদের মতবিনিময়ের বিভিন্ন সুযোগ তৈরি করা হবে।

আইজিএনসিএ এবং বিএসআইপি-র মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে গবেষণা, বিভিন্ন তথ্য সংরক্ষণ, সংগ্রহশালার মানোন্নয়ন ঘটানো, অডিও-ভিস্যুয়াল বিভিন্ন উপাদান তৈরি এবং ঐতিহ্যের সংরক্ষণের ব্যবস্থাপনার মতো নানা উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভারতের ঐতিহ্যকে নতুন নতুন পন্থায় উপস্থাপন করা হবে। অধ্যাপক মহেশ জি ঠক্কর বলেন, এই উদ্যোগের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে মানুষের মধ্যে এক সচেতনতা গড়ে উঠবে। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে উপলব্ধি করার এবং ভবিষ্যতে তা সংরক্ষণের জন্য যুব সম্প্রদায় উৎসাহিত হবে। ডঃ সচ্চিদানন্দ যোশী আইজিএনসিএ-এর বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নতুন সংসদ ভবনের বিভিন্ন শিল্পকলার নিদর্শন তৈরি করা, ভারত মণ্ডপমে বিশ্বের বৃহত্তম অষ্টধাতু দিয়ে নির্মিত নটরাজ মূর্তি ও ওসাকা এক্সপোতে ইন্ডিয়া প্যাভিলিয়ন তৈরি। আইজিএনসিএ ‘মেরা গাঁও মেরী ধারোহার’ কর্মসূচির আওতায় দেশের ৬ লক্ষ ৫০ হাজার গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তথ্য নথিভুক্ত করেছে।  


SC/CB/DM


(रिलीज़ आईडी: 2156107)
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Hindi , Marathi , Tamil