কেন্দ্রীয়মন্ত্রিসভা
ওড়িশা, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশে ৪৬০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী ইউনিটের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
12 AUG 2025 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আওতায় আরও ৪টি সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনুমোদিত ৬টি প্রকল্পের কাজ রূপায়ণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আজ অনুমোদিত এই চারটি প্রকল্প গড়ার প্রস্তাব দিয়েছিল সিকসেম, কন্টিনেন্টাল ডিভাইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (সিডিআইএল), থ্রিডি গ্লাস সলিউশনস ইনকর্পোরেটেড এবং অ্যাডভান্সড সিস্টেম ইন প্যাকেজ (এএসআইপি) টেকনোলজিস। এই চারটি প্রকল্পে আনুমানিক বিনিয়োগ ধরা হয়েছে ৪ হাজার ৬০০ কোটি টাকা। এগুলিতে ২ হাজার ৩৪ জন দক্ষ পেশাদারের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
আজ চারটি প্রকল্প অনুমোদনের ফলে দেশে মোট সেমিকন্ডাক্টর প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১০। ৬টি রাজ্যের এই প্রকল্পগুলিতে বিনিয়োগ ক্রমশ বেড়ে আনুমানিক ১.৬০ লক্ষ কোটি টাকায় দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এই ইউনিটগুলিতে তৈরি সেমিকন্ডাক্টর ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, বৈদ্যুতিক গাড়ি, রেল প্রভৃতি ক্ষেত্রে কাজে লাগানো হবে।
থ্রিডি গ্লাস সলিউশনস ইনকর্পোরেটেড ওড়িশার ভুবনেশ্বরে গড়ে তুলবে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্রকল্প। এই ইউনিট গড়ে উঠলে, ভারত সবচেয়ে আধুনিক প্যাকেজিং প্রযুক্তির অধিকারী হবে।
অ্যাডভান্সড সিস্টেম ইন প্যাকেজ (এএসআইপি) টেকনোলজিস অন্ধ্রপ্রদেশে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন করবে। অন্যদিকে, পাঞ্জাবের মোহালিতে কন্টিনেন্টাল ডিভাইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (সিডিআইএল) তাদের সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট গড়ে তুলবে। এইসব সেমিকন্ডাক্টর প্রকল্প গড়ে উঠলে, ভারত আন্তর্জাতিক মানের চিপ-এর নকশা তৈরি করতে পারবে। এর ফলে, উপকৃত হবে ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৭২টি স্টার্টআপ। ইতিমধ্যে ৬০ হাজারেরও বেশি পড়ুয়া প্রতিভা বিকাশ কর্মসূচির আওতায় এসেছেন।
SC/MP/SB
(Release ID: 2155697)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam