স্বরাষ্ট্র মন্ত্রক
অমরনাথ যাত্রাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখার জন্য নিরাপত্তা বাহিনী, শ্রী অমরনাথজি মন্দির কর্তৃপক্ষ, জম্মু-কাশ্মীর প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ-র
Posted On:
11 AUG 2025 10:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫
অমরনাথ যাত্রাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনী, শ্রী অমরনাথজি মন্দির কর্তৃপক্ষ, জম্মু-কাশ্মীর প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে শ্রী শাহ বলেছেন, এ বছর ৪.১৪ লক্ষেরও বেশি ভক্ত বাবা বরফানিকে দর্শনের জন্য অমরনাথ যাত্রা করেছেন। এটি ভারতীয় সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক। এই যাত্রা সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখার জন্য আমি নিরাপত্তা বাহিনী, শ্রী অমরনাথজি মন্দির কর্তৃপক্ষ, জম্মু-কাশ্মীর প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে অভিনন্দন জানাচ্ছি। এই পবিত্র যাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সবার অবদান অতুলনীয়। বাবা বরফানি সবার ওপর কৃপা বর্ষণ করুন।
SC/SD/NS…
(Release ID: 2155408)