কৃষিমন্ত্রক
কৃষকদের জন্য বিরাট উপহার- প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বীমার অর্থ সরাসরি ব্যাঙ্ক আমানতে
Posted On:
11 AUG 2025 6:43PM by PIB Kolkata
নতুন দিল্লি ১১ অগাস্ট ২০২৫
কৃষক কল্যাণে সরকারি দায়বদ্ধতার অঙ্গ স্বরূপ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান আজ ডিজিটাল ভিত্তিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বীমার অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক আমানতে হস্তান্তরিত করলেন। রাজস্থানের ঝুনঝুনুতে কৃষকদের ব্যাঙ্ক আমানতে সরাসরি এই অর্থ প্রদান করা হয়। প্রায় ৩৫ লক্ষ কৃষকের আমানতে ৩,৯০০ কোটি টাকা জমা পড়ে।
কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলালা শর্মা, রাজস্থানের কৃষিমন্ত্রী ডঃ কিরোদীলাল মিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেইসঙ্গে ছিলেন অসংখ্য কৃষক। বিভিন্ন রাজ্যের লক্ষাধিক কৃষক ও সুবিধাপ্রাপকরা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
সমাবেশে শ্রী শিবরাজ সিং চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক অসাধারণ ভারতের গড়ে ওঠা আমরা প্রত্যক্ষ করেছি। তিনি বলেন, রাজস্থান খুব শীঘ্রই যমুনা, চম্বল এবং সিন্ধু নদের জল পাবে। অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও জঙ্গি হানার কড়া জবাব দেওয়া হয়েছে। ভারতের বীর বিক্রমের সামনে পাকিস্তান মাথা নত করার পরই যাবতীয় সামরিক আক্রমণ বন্ধ করা হয়েছে বলে তিনি জানান।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, অতীতে সরকারের আমলে সমগ্র তহসিল বা ব্লকে ফসল নষ্ট হলেই ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ দেওয়া হত। কিন্তু, নরেন্দ্র মোদী সেই পুরোনো ব্যবস্থা বদলে দিয়েছেন। এখন কোনো গ্রামের একজন কৃষকের ফসল নষ্ট হলেও বীমা পরিকল্পনা বাবদ তার ক্ষতিপূরণ পাওয়ার রাস্তা চালু হয়েছে। তিনি বলেন, কৃষকদের জীবন ধারণের উন্নয়নকল্পেই সরকার নানাবিধ প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ৩.৭৫ লক্ষ কোটি টাকা কৃষকদের আমানতে সরাসরি হস্তান্তরিত হয়েছে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর পর কৃষকদের ২.১২ লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে। ভর্তুকি মূল্যে কৃষকদের সার দেওয়া হচ্ছে। ৪৫ কেজি ইউরিয়া সারের ব্যাগ, প্রকৃত বাজার মূল্যের থেকে অনেক কম দামে, কেবল ২৬৬ টাকায় কৃষকদের দেওয়া হচ্ছে।
নকল সারের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এব্যাপারে অপরাধীদের কঠোর সাজা দেওয়ার আইন চালু করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফসলে ভাইরাস আক্রমণের ক্ষেত্রে কৃষকরা ছবি তুলে যদি সেই তথ্য ভাগ করে নেন, তাহলে বিজ্ঞানীরা অবিলম্বে তাদের সাহায্যে গ্রামে পৌঁছে যাবেন বলে তিনি জানান।
শ্রী চৌহান আরও বলেন, খরিফ মরশুমের পর বিকশিত কৃষি সংকল্প অভিযানের অধীন বিজ্ঞানীদের দল রবি শস্য মরশুমের জন্য কৃষকদের উপদেশ দিতে গ্রাম সফর করবে। ভবিষ্যতের কৃষি গবেষণা কৃষকদের চাহিদার ভিত্তিতে গড়ে উঠবে বলে তিনি জানান। বীজের মানোন্নয়ন ঘটানো এবং মোটা দানা শস্যের উৎপাদন বৃদ্ধিই এর লক্ষ্য। রাজস্থানে কৃষির আরও উন্নয়নের স্বার্থে বিশেষ রোড ম্যাপ তৈরির কথাও জানিয়েছেন তিনি।
শ্রী চৌহান প্রতিদিনের ব্যবহার সামগ্রী হিসেবে দেশজ পণ্য ব্যবহার করতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশজ দ্রব্য সামগ্রী ব্যবহার করলে তাতে ছোটো কারিগর ও উদ্যোগপতিরা উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
SC/AB/CS…
(Release ID: 2155407)
Visitor Counter : 3