রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ফিলিপিন্সের প্রেসিডেন্ট’কে অভ্যর্থনা জানালেন রাষ্ট্রপতি

Posted On: 05 AUG 2025 9:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ফিলিপিন্সের প্রেসিডেন্ট মাননীয় ফার্দিনান্দ রোমোয়ালদেজ মার্কোস জুনিয়র’কে সাদর অভ্যর্থনা জানান। প্রথমবার ভারতে রাষ্ট্রীয় সফরে আসা প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র’কে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও ফিলিপিন্সের মধ্যে মূল্যবোধ ও ঐতিহ্যগত সংযোগ দীর্ঘদিনের। 
দ্বিপাক্ষিক সহযোগিতার পরিসরে বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, প্রযুক্তি, সংস্কৃতি, পর্যটন – সবক্ষেত্রই অন্তর্ভুক্ত এবং কৌশলগত অংশীদারিত্ব এই বহুমাত্রিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। দু’দেশের সহযোগিতা বিশ্বের এই অঞ্চলে সুস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। ভারতের পুবে সক্রিয় হও নীতি এবং মহাসাগর কর্মপরিকল্পনায় ফিলিপিন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও রাষ্ট্রপতি মন্তব্য করেন। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর উপলক্ষ্যে ফিলিপিন্সের প্রেসিডেন্টের এই ভারত সফর বিশেষ তাৎপর্য বহন করে বলে দুই নেতাই মনে করেন। 
পহলগাঁও – এর ঘটনার কড়া নিন্দা করায় ফিলিপিন্স সরকার’কে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। 

 

SC/AC/SB


(Release ID: 2152919)