ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএনএস অজয় এবং আইএনএস নিস্তার : প্রতিরক্ষার দেশজকরণে সেইলের কৌশলগত ইস্পাত সহায়তার সাম্প্রতিক মাইলফলক

Posted On: 04 AUG 2025 3:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫

 

ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (এসএআইএল) প্রতিরক্ষার দেশজকরণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। গত জুলাই মাসে, জলাভিষেক হওয়া গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড এঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর আইএনএস অজয় এবং হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড (এইচএসএল)-এর নির্মিত আইএনএস নিস্তারের জন্য বিরল শ্রেণীর ইস্পাত সরবরাহ করেছে তারা।

আইএনএস অজয়ের জন্য বিশেষ ডিএমআর শ্রেণীর ইস্পাতের পুরোটাই সরবরাহ করেছে সেইল। কাঠামো এবং কার্যকারিতা নিশ্চিত করতে। জিআরএসই নির্মিত সম্পূর্ণ দেশজ প্রযুক্তির অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফট (এএসডাব্লু-এসডাব্লুসি) সিরিজের অষ্টম এবং শেষ জাহাজ আইএনএস অজয়।

ভারতের প্রথম দেশীয় নক্সায় নির্মিত ডাইভিং সাপোর্ট ভেসেল (ডিএসভি) নবনির্মিত আইএনএস নিস্তারের জন্য বিশেষ শ্রেণীর পাতেরও পুরোটাই দিয়েছে সেইল। সাবমেরিন উদ্ধার কাজ, গভীর সমুদ্রে ডাইভিং এবং দীর্ঘ মেয়াদে নজরদারি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এইচএসএল-এর আইএনএস নিস্তার।

ভারতের নৌ-শক্তিকে জোরদার করতে সেইলের দায়বদ্ধতা জাতীয় প্রতিরক্ষার লক্ষ্যে তার কৌশলগত সহায়তা এবং আত্মনির্ভর ভারত গঠনে অবিচ্ছেদ্য ভূমিকার প্রমাণ। প্রতি টন ইস্পাতের সঙ্গে ভারতের সমুদ্রপথের প্রস্তুতি এবং প্রতিরক্ষায় দৃঢ়তার মেরুদণ্ডকে শক্ত করে চলেছে সেইল।


SC/AP/SKD/


(Release ID: 2152147)