স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিশুদের প্রতিষেধক প্রদান সম্পর্কিত সাম্প্রতিক তথ্যাদি

प्रविष्टि तिथि: 01 AUG 2025 2:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২৫ 

 

দেশে শিশুদের ১১টি রোগের প্রতিষেধক দেওয়া হয় বিনামূল্যে। এগুলি হ’ল – হেপাটাইটিস বি, ওরাল পোলিও, বিসিজি, আইপিভি, পেন্টাভেলান্ট, রোটা ভাইরাস, পিসিভি, হাম ও রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস এবং জাপানি এনসেফেলাইটিস প্রতিষেধক। 
গ্রাম ও শহরাঞ্চলে সাপ্তাহিক ভিত্তিতে শিশু ও প্রসূতিদের প্রতিষেধক প্রদানের ব্যবস্থা হয়ে থাকে। এর আগে, আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে আসেন। দূরদর্শন, আকাশবাণী, ইউটিউব এবং সামাজিক মাধ্যমের পাশাপাশি, পোস্টার এবং মাইকিং – এর মাধ্যমে এ সংক্রান্ত খবরাখবর পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। 
প্রতিষেধক প্রদান কর্মসূচিকে আরও কার্যকর করে তুলতে বিগত পাঁচ বছরে রাজ্য, জেলা ও ব্লক স্তরে বিশেষ কর্মীগোষ্ঠী কাজ করে চলেছে। মিশন ইন্দ্রধনুষ – এর মাধ্যমে বাদ যাওয়া শিশু ও প্রসূতিদের প্রতিষেধক প্রদানের ব্যবস্থা হয়েছে। এছাড়াও, জাতীয় স্তরে পালস্‌ পোলিও কর্মসূচির মতো আয়োজন হয় নিয়মিত। সবধরনের প্রতিষেধক প্রদান সংক্রান্ত তথ্যাদির ডিজিটাল নিবন্ধনের জন্য ইউ-উইন পোর্টাল চালু করেছে সরকার। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অণুপ্রিয়া প্যাটেল। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2151432) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu