কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

“প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা”য় ১, ৯২০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ সহ ৬,৫২০ কোটি টাকা অনুমোদন মন্ত্রিসভার

Posted On: 31 JUL 2025 3:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৫তম অর্থ কমিশনে (২০২১-২২ থেকে ২০২৫-২৬) “প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনায় (পিএমকেএসওয়াই) ১,৯২০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ সহ ৬,৫২০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে – ৫০টি মাল্টি প্রোডাক্ট ফুড ইরেডিয়েশন ইউনিট স্থাপন এবং পিএমকেএসওয়াই-এর আওতায় ৯২০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্প। এছাড়া, রয়েছে ১০০টি খাদ্য পরীক্ষাগার স্থাপন।


৫০টি ফুড ইরেডিয়েশন ইউনিটের বার্ষিক ধারণক্ষমতা দাঁড়াবে ২০-৩০ লক্ষ মেট্রিক টন। প্রস্তাবিত ১০০টি এনএবিএল-স্বীকৃত খাদ্য পরীক্ষাগার উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। 

 

SC/MP/SB


(Release ID: 2150863)