পরিবেশওঅরণ্যমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু
Posted On:
28 JUL 2025 3:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২৫
বিভিন্ন রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সালের মধ্যে দেশে ট্রেনের ধাক্কার ৮১টি হাতির মৃত্যু হয়েছে।
এই ধরনের মৃত্যু রুখতে রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। হাতির চলাচল সম্পর্কে আগাম তথ্য পেতে বিভিন্ন স্থানে সেন্সর-ভিত্তিক ব্যবস্থা চালু, আন্ডারপাস নির্মাণ, বেড়া দেওয়ার মতো বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
হাতির সংরক্ষণ এবং জীবন রক্ষায় সচেতনতা গড়ে তুলতে ২০২৩ এবং ২০২৪-এ ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়ায় রেল আধিকারিকদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছিল। সমীক্ষায় দেখা গেছে, ১২৭টি এলাকায় ৩৪৫২.৪ কিলোমিটার রেল লাইন হাতিদের পক্ষে বিপজ্জনক। এর মধ্যে ১৪টি রাজ্যের ৭৭টি এলাকার ১৯৬৫.২ কিলোমিটার রেললাইনে বন্যপ্রাণীদের যাতায়াত সবচেয়ে বেশি।
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং।
SC/MP/SB
(Release ID: 2149375)