রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

শক্তিশালী পণ্য পরিবহণ ব্যবস্থা, শক্তিশালী সীমান্ত: শ্রী রাজনাথ সিং

Posted On: 27 JUL 2025 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৫ 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, পরিকাঠামো এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে ভারতে নজিরবিহীন পরিবর্তন এসেছে, যা আর্থিক উন্নয়নের শক্তিশালী ভিত্তি গড়ে তুলছে। আজ ভদোদরায় গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, একুশ শতকের ভারতে প্রভূত সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে। সেইসঙ্গে, উন্নত ভারত গড়ার কাজে এগিয়ে আসার জন্য তরুণদের কাছে আবেদন জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পণ্য পরিবহণ ব্যবস্থা যত শক্তিশালী হবে, দেশের সীমান্ত তত শক্তিশালী হবে। 


অনুষ্ঠানে রেলমন্ত্রী এবং গতি শক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী অশ্বিনী বৈষ্ণব গত ১১ বছরে ভারতীয় রেলের বিভিন্ন পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি জানান, গত এক বছরে ৫ হাজার ৩০০ কিলোমিটার রেল লাইনের সম্প্রসারণ করা হয়েছে। গতি শক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪০টি শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। 


অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রাপক ১৯৪ জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। স্বাগত ভাষণ দেন গতি শক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মনোজ চৌধারী। 


পরিবহণ সংক্রান্ত শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাবনার বাস্তবায়নে গড়ে ওঠা দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হ’ল – গতি শক্তি বিশ্ববিদ্যালয়। এখানে বহুমুখী গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পিএম গতিশক্তির লক্ষ্য হ’ল – ভারতে সর্বাঙ্গীন, সুসংহত এবং দক্ষ পরিকাঠামোর পরিমণ্ডল গড়ে তোলা। এই লক্ষ্যে ১৬টি মন্ত্রকের মধ্যে সমন্বয় গড়ে তোলা হয়েছে। রেল, সড়ক, বন্দর এবং জলপথের মতো পরিকাঠামো প্রকল্পগুলিতে এই ১৬টি মন্ত্রক একটি অভিন্ন মঞ্চ হিসেবে কাজ করবে।

 

SC/MP/SB


(Release ID: 2149234)