প্রতিরক্ষামন্ত্রক
কার্গিল বিজয় দিবস : ১৯৯৯ সালে ভারতের বিজয় নিশ্চিত করা সৈনিকদের অদম্য সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র দেশ
Posted On:
26 JUL 2025 1:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৫
১৯৯৯ সালে ভারতের ঐতিহাসিক বিজয় স্মরণে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ২৬ জুলাই ২০২৫ তারিখে নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে গিয়ে শহীদ বীরদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন।
প্রতিরক্ষা মন্ত্রী পরিদর্শক বইয়ে লেখা তাঁর বার্তায় বলেন, কার্গিল বিজয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহসিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
এক্স বার্তায় শ্রী রাজনাথ সিং কঠিনতম জায়গায় ভারতের সম্মান রক্ষায় বীর সেনানীদের অসাধারণ সাহস, দৃঢ়তা এবং দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন।
কার্গিলের দ্রাস-এ যুব ও ক্রীড়া মন্ত্রকের তত্ত্বাবধানে মেরা যুব ভারত ‘কার্গিল বিজয় দিবস পদযাত্রা’র আয়োজন করে।
এক্স বার্তায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ বলেন, বীর সেনানীদের আত্মত্যাগ চিরকাল প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেমের প্রদীপ প্রজ্জ্বলিত করে রাখবে।
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কার্গিল যুদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমান বাহিনীর প্রধান এয়ারচিফ মার্শাল এ পি সিং, প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং এবং সেনাবাহিনীর উপপ্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এন এস রাজাসুব্রমণি নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
SC/PM/NS…
(Release ID: 2148967)