যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কার্গিল যুদ্ধে ভারতের বিজয়ের ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে দ্রাস-এ কার্গিল বিজয় দিবস পদযাত্রার নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডভিয়া এবং শ্রী সঞ্জয় শেঠ

Posted On: 26 JUL 2025 3:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৫

 

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়ের ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রকের তত্ত্বাবধানে মাই ভারত (মেরা যুব ভারত) কার্গিলের দ্রাস-এ কার্গিল বিজয় দিবস পদযাত্রার আয়োজন করে। 

এই পদযাত্রার নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডভিয়া ও কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। পদযাত্রায় ৩০০০-এরও বেশি যুব স্বেচ্ছাসেবক, প্রবীণ সৈনিক, সশস্ত্র বাহিনীর সদস্য, শহীদদের পরিবার এবং নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। পদযাত্রাটি ১.৫ কিলোমিটার পথ অতিক্রম করে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

সমাবেশে ভাষণ দেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডভিয়া। তিনি বলেন, কার্গিল কেবলমাত্র ইতিহাসের একটি স্থান নয়, এটি ভারতের অটল চেতনার প্রতীক। তিনি বলেন, ভারত কখনও সংঘাত শুরু করেনি, কিন্তু উস্কানি দেওয়া হলে সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানায়। 

শ্রী সঞ্জয় শেঠ তরুণদের উৎসাহের প্রশংসা করেন এবং সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের কথা তুলে ধরেন। 

পদযাত্রার পর দুই মন্ত্রী কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে যান ও ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদান দেওয়া সৈনিকদের স্মৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন। তাঁদের সঙ্গে ছিলেন ১০০ জন মাই ভারত যুব স্বেচ্ছাসেবক। শক্তি উদ্যোগ ফাউন্ডেশনের ২৬ জন মহিলা বাইক চালককে সম্মানিত করা হয়। ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আওতায় একটি প্রতীকি বৃক্ষরোপণও করা হয়। পদযাত্রার আগে আশেপাশের গ্রামগুলিতে প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

 

SC/PM/NS…


(Release ID: 2148966)